সাগরে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন 'অর্ণব'! ফের তোলপাড়ের আশঙ্কা শুরু
২০২০ সালে একের পর এক বিধ্বংসী সাইক্লোন দেখেছে দেশ। বছরের মধ্যভাগে প্রবল শক্তি নিয়ে দেশে আছড়ে পড়েছে আমফানের মতো ঝড়। এরপরই বছরের শেষভাগে নিভার ও বুরেভির দাপট দেখেছে দক্ষিণ ভারত। এরপর এবার আসছে আরও এক সাইক্লোন।

সাগরে ফুঁসতে চলেছে সাইক্লোন অর্ণব
জানা যাচ্ছে, সাইক্লোন বুরেভির পর সাইক্লোন অর্ণব এবার ভারত মহাসাগরে ফুঁসে উঠতে চলেছে। আর তা ফের একবার আছড়ে পড়েত পারে ভারতে। সাইক্লোন নিভার ও বুরেভির তাণ্ডবে দক্ষিণ ভারত এমনিতেই বিধ্বস্ত। অন্যদিকে, আম্ফানের প্রবল হানায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা। এরপর আসছে অর্ণব।

কোন দেশ থেকে এসেছে নাম সাইক্লোন অর্ণব?
জানা গিয়েছে, বাংলাদেশের তরফে এসেছে সাইক্লোন অর্ণব নামটি। ইতিমধ্যেই ফনি, বায়ু, বুলবুলের মতো নাম ব্যবহার হয়ে গিয়েছে সাইক্লোনের জন্য। আর এবার আসছে সাইক্লোন অর্ণব। এবছর বিশ্বের ১৩ টি দেশ ১৬৯ টি সাইক্লোন নামকরণ করেছে। তারমধ্যে অন্যতম অর্ণব।

কোথায় আছড়ে পড়বে অর্ণব?
জানা গিয়েছে, সাইক্লোন অর্ণব তামিলনাড়ুতে আছড়ে পড়তে পারে। ফলে নিভার, বুরেভি পরবর্তী এই রাজ্য ফের একবার প্রবল বিধ্বংসী ঝড় দেখতে পারে বলে মনে করা হচ্ছে।

কোন ১৩ টি দেশ নামকরণ করে?
ভারত, ইরান, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ামার, ওমান , পাকিস্তান, কাতার , সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইয়েমেন ও ইউএই এই ক্রান্তীয় ঝড়ের নামকরণ করে। এরমধ্যে নিসর্গ, উপকূল, বিপর্যয়, অর্ণব নামগুলি এসেছে বাংলাদেশ থেকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে জঙ্গলমহল, একুশের আগে কথা দিলেন ছত্রধর