আম্ফান তাণ্ডবে বিদ্ধস্ত বাংলা! আরও এনডিআরএফ দল পাঠানো হল কলকাতায়
পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর গতকাল আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আমফান। দুই রাজ্যেরই ক্ষতির পরিমাণ অনেক। দুই রাজ্যকে স্বাভাবিক ছন্দে ফেরাতে মরিয়া প্রশাসনও। ওড়িশার স্বাভাবিক ছন্দে ফিরতে ২৪-৪৮ ঘণ্টা লাগবে বলে জানালেন ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্সের ডিরেক্টর জেনেরাল এস এন প্রধান।

কী বলেন এনডিআরএফ-এর প্রধান?
আজ একটি সাংবাদিক বৈঠকে তিনি জানান, 'ক্যাবিনেট সচিব পশ্চিমবঙ্গ ও ওড়িশার মুখ্যসচিবদের সঙ্গে আজ সকালে বৈঠক করেছেন। দুই রাজ্যে ক্ষতির পরিমাণ ও প্রভাব কতটা তা জানতেই এই বৈঠক। ওড়িশার পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আশা করা যাচ্ছে, ২৪-৪৮ ঘণ্টার মধ্যে স্বাভাবিক ছন্দে ফিরবে ওড়িশা।'

ঘূর্ণিঝড় আম্ফানের শক্তি কমেছে
গতকাল আম্ফান ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার পর বাংলাদেশে প্রবেশ করে বলে জানান তিনি। বলেন, 'আমফানের আছড়ে পড়ার পর দুপুরের দিকেই এনডিআরএফ-এর দল ওড়িশায় কাজ শুরু করে। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিকেলের দিকে এই দলগুলি কাজে লেগে পড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস একেবারে সঠিক ছিল। এর ফলে কাজ করতে বিভিন্ন সংস্থার সুবিধা হয়েছে। এর ফলে ক্ষতির পরিমাণও অনেক কমানো গিয়েছে।'

যতদিন সাহায্যের প্রয়োজন হবে ততদিন আমরা পরিষেবা দেব
বিপর্যয় মোকাবিলার জন্যই এনডিআরএফ-এর দলগুলিকে দুই রাজ্যে পাঠানো হয়েছিল। এস এন প্রধান বলেন, 'ওড়িশা ও পশ্চিমবঙ্গের যতদিন সাহায্যের প্রয়োজন হবে ততদিন আমরা পরিষেবা দিয়ে যাব। পশ্চিমবঙ্গে বেশি পরিমাণে সাহায্যের প্রয়োজন বলে মনে করা হচ্ছে। কারণ, আম্ফানের জেরে পশ্চিমবঙ্গে ক্ষতির পরিমাণ বেশি। বিপর্যস্ত এলাকাগুলিতে উদ্ধারকাজের জন্য রাজ্যের তরফে আরও চারটি দলের আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই আরও চারটি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানে এই চারটি দল আজ সন্ধ্যাতেই পশ্চিমবঙ্গে পৌঁছে যাবে।'

পশ্চিমবঙ্গে প্রায় পাঁচ লাখ মানুষকে সুরক্ষিত জায়গায় নিয়ে যায়
তিনি আরও বলেন, 'পশ্চিমবঙ্গে প্রায় পাঁচ লাখ মানুষকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওড়িশায় সেই সংখ্যাটা দুই লাখ। বর্তমানে ওড়িশায় আবহাওয়া স্বাভাবিক থাকায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় অনেকেই নিজেদের বাড়ি ফিরতে শুরু করেছেন।'

খোঁজ মিলেছে প্যারালাল ইউনিভার্সের, সময় চলে উল্টো স্রোতে! নাসা-র বিজ্ঞানীদের খোঁজে চাঞ্চল্য