For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সাইক্লোন আম্ফান' দানবীয় শক্তি নিয়ে কবে ধেয়ে আসছে! আইএমডি প্রকাশ করল গুরুত্বপূর্ণ তথ্য

'সাইক্লোন আম্ফান' দানবীয় শক্তি নিয়ে কবে ধেয়ে আসছে! আইএমডি প্রকাশ করল গুরুত্বপূর্ণ তথ্য

  • |
Google Oneindia Bengali News

সাইক্লোন 'আম্ফান' সুপার সাইক্লোনের আকার ধারণ করে ধ্বংসলীলায় দেশকে জেরবার করবে কী না , তা নিয়ে আপাতত ভারতের পূর্ব উপকূলের রাজ্যগুলি উদ্বিগ্ন। এরইমধ্যে ইন্ডিয়া মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট সাইক্লোন সম্পর্কে পূর্বাভাস দিয়ে রেখেছে।

 আইএমডির পূর্বাভাস

আইএমডির পূর্বাভাস

১৬ মে বিকেল থেকে ক্রমেই সাগরে নিজের দানবীয় আকার ধারণ করতে পারে সাইক্লোন আম্ফান। বঙ্গোপসাগরে সে আপাতত ফুঁসছে। ক্রমেই সে শক্তি সঞ্চয় করে ১৬ মে ভারতের উপকূলে বিকেলের দিক থেকে তাণ্ডব শুরু করে দিতে পারে।

 কত কিলোমিটার বেগে বইবে হাওয়া?

কত কিলোমিটার বেগে বইবে হাওয়া?

আইএমডির তথ্য অনুযায়ী , প্রাথমিকভাবে ৪৫-৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে সাইক্লোন আম্ফানের বেগ থাকবে। পরবর্তীকালে তা ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ধেয়ে আসতে শুরু করবে।

 কোনদিন সাইক্লোনের গতিবেগ কত থাকবে?

কোনদিন সাইক্লোনের গতিবেগ কত থাকবে?

আইএমডির হিসাব বলছে, ১৫ মে বঙ্গোপসাগরের কেন্দ্রে অবস্থান করবে সাইক্লোন আম্ফান। এরপর গতি ও শক্তি বাড়িয়ে তা ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। ১৬ মে এর গতি ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকবে। যতই আম্ফান দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যেতে থাকবে অর্থাৎ ভারতীয় উপকূলের দিকে আসতে থাকবে, এর গতি হবে ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

 কতদিন পর্যন্ত প্রভাব থাকবে?

কতদিন পর্যন্ত প্রভাব থাকবে?

বহু আবহাওয়াবিদের মতে ১৯ থেকে ২০ মে স্থলভাগে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন। এর ক্ষমতা ২০ মে পর্যন্তই প্রবলভাবে থাকবে। তারপর থেকে এই ঝড় শক্তি হারাবে।

বুলবুলের মতো আম্ফানও..

বুলবুলের মতো আম্ফানও..

বহু আবহাওযাবিদের আশঙ্কা বুলবুলের মতো করে, আম্ফানও বাংলাদেশ সীমান্তে আছড়ে পড়বে। ফলে পশ্চিমবঙ্গে এর প্রবল প্রভাব পড়তে চলেছে। মনে করা হচ্ছে ১৫ থেকে ২০ মে পর্যন্ত আম্ফানের প্রভাব পশ্চিমবঙ্গে থাকবে।

 কোন উপকূলে আছড়ে পড়তে পারে আম্ফান

কোন উপকূলে আছড়ে পড়তে পারে আম্ফান

প্রাথমিকভাবে আম্ফানের গতিবিধি দেখে আবহাওয়াবিদদের ধারণা এই সাইক্লোন অন্ধ্রপ্রদেশ, বা তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে। এর প্রবল প্রভাব প্রথমের দিকে পড়বে ওড়িশায়। অন্ধ্রপ্রদেশেও এর ব্যাপক প্রভাব পড়তে পারে। তবে যদি এর গতি আচনকা পরিবর্তিত হয়ে মায়ানমার মুখী হয়, তাহলেই এর চরম প্রভাবে পশ্চিমবঙ্গ,বাংলাদেশে ক্ষতি দেখা যেতে পারে।

ঘূর্ণিঝড় 'আম্ফানে’র প্রভাব কি বাংলাতেও! পূর্বাভাসে তাড়া করে বেড়াচ্ছে 'বুলবুল'-আতঙ্কঘূর্ণিঝড় 'আম্ফানে’র প্রভাব কি বাংলাতেও! পূর্বাভাসে তাড়া করে বেড়াচ্ছে 'বুলবুল'-আতঙ্ক

English summary
Cyclone Amphan to hit by 16 May evening says IMD, speculation over disaster,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X