ধেয়ে আসছে আম্ফান, স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে দীঘায় মাইকিং এনডিআরএফ-র
ইতিমধ্যেই কিছু শক্তি ক্ষয় করে 'সুপার’ সাইক্লোন থেকে 'অত্যন্ত মারাত্মক’ সাইক্লোনে পরিণত হবে আম্ফান। এদিন আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানানো হয়েছে। রাজ্যের সমস্ত উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যে মঙ্গলবার বিকেলেই বাংলায় প্রবল ঝড়-বৃষ্টি পূর্বাভাসও দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

এদিকে সময় যত এগোচ্ছে দ্রুত মেঘাচ্ছন্ন হচ্ছে দীঘার আকাশ। উত্তাল হয়ে উঠছে সমুদ্র। এমতাবস্থায় সাধারণ মানুষকে সতর্ক করতে পথে নামতে দেখা গেল বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। সমুদ্রতঠ ও পার্শ্ববর্তী এলাকায় মাইকিং করে আম্ফান সম্পর্কে সাধারণ মানুষকে সতর্কও করা হয়।
Public announcements being made in Digha in West Bengal for shifting to safer places. Nearly 15000 people been shifted to nearest flood centres@PMOIndia @narendramodi @NDRFHQ @ndmaindia @FinMinIndia @PIB_India pic.twitter.com/7hYVsd8nbB
— PIB in West Bengal 🇮🇳 #StayHome #StaySafe (@PIBKolkata) May 19, 2020
জলোচ্ছ্বাস হলে যাতে কোনও সমস্যা না হয় এবং মঙ্গল ও বুধবার যাতে কোনও মানুষ সমুদ্র উপকূলে ঘুরে না বেড়ান সেই বিষয়েও সর্তক লাগাতার সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলিতে পৌঁছে গিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। সূত্রের খবর, সর্বাধিক ক্ষয়ক্ষতি হতে পারে এমন জায়গা থেকে ইতিমধ্যে ১৫০০০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়েও সরানো হয়েছে প্রশাসনের তরফে।
