For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে যে কোনও সময় সাইবার হামলার শিকার হতে পারেন আপনিও, তথ্য জানলে চমকে উঠবেন

রিপোর্ট বলছে, ভারতে প্রতি ১০ মিনিটে একটি করে সাইবার অপরাধ হচ্ছে। ২০১৭ সালের প্রথম ছয় মাসের পরিসংখ্যান তেমনটাই বলছে। ২০১৬ সালে ১২ মিনিটে একটি করে সাইবার অপরাধের ঘটনা ঘটেছিল। এবছর সেই সময় আরও কমে এসেছে।

  • |
Google Oneindia Bengali News

ভারত ইন্টারনেটে নির্ভরশীল হচ্ছে। দেশ যত উন্নতির পথে এগোচ্ছে, ততই প্রযুক্তি নির্ভর হতে গিয়ে ডিজিটাল দুনিয়ায় অভ্যস্ত হয়ে উঠছি আমরা। ফলে সেই সুযোগে ভারতে সাইবার অপরাধের সংখ্যাও বাড়ছে। রিপোর্ট বলছে, ভারতে প্রতি ১০ মিনিটে একটি করে সাইবার অপরাধ হচ্ছে। ২০১৭ সালের প্রথম ছয় মাসের পরিসংখ্যান তেমনটাই বলছে। ২০১৬ সালে ১২ মিনিটে একটি করে সাইবার অপরাধের ঘটনা ঘটেছিল। এবছর সেই সময় আরও কমে এসেছে।

[আরও পড়ুন:অনলাইনে এই কাজগুলি করলে যেকোনও সময় গ্রেফতার হতে পারেন][আরও পড়ুন:অনলাইনে এই কাজগুলি করলে যেকোনও সময় গ্রেফতার হতে পারেন]

ভারতের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের হিসাব বলছে, জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে এবছরে ২৭,৪৮২টি সাইবার অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। যার মধ্যে রয়েছে কম্পিউটারে স্ক্যানিং, সাইটে হামলা, বিকৃত করার চেষ্টা, ভাইরাস বা ম্যালওয়্যারের কোড দেওয়া, রানসমওয়্যারের হামলা সহ নানা ধরনের সাইবার অপরাধ।

[আরও পড়ুন:আপনার অ্যান্ড্রয়েড ফোন র‍্যানসমওয়্যারের পরবর্তী লক্ষ্য, সেটা জানেন কি?][আরও পড়ুন:আপনার অ্যান্ড্রয়েড ফোন র‍্যানসমওয়্যারের পরবর্তী লক্ষ্য, সেটা জানেন কি?]

ভারতে যে কোনও সময় সাইবার হামলার শিকার হতে পারেন আপনিও, তথ্য জানলে চমকে উঠবেন

ভারতে প্রতিদিন বহু মানুষ ইন্টারনেটের সঙ্গে যুক্ত হচ্ছেন। যার ফলে বহর বাড়তে থাকার সঙ্গে প্রয়োজনীয় পরিকাঠামোর সামঞ্জস্য রাখা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আর সেই সুযোগে ভারতে সাইবার হামলার প্রকোপ বাড়ছে।

রিপোর্ট অনুযায়ী ভারতে ১.৭১ লক্ষ সাইবার অপরাধের ঘটনা ঘটেছে গত সাড়ে তিন বছরে। এবছরের যা ট্রেন্ড তাতে ২০১৬ সালের মতোই অপরাধের সংখ্যা ৫০ হাজার পেরিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে সাইবার অপরাধ কমাতে কেন্দ্র সরকার বেশ কিছু পদক্ষেপ করেছে। অপরাধের সংখ্যা যতটা কমানো যায় ও ইন্টারনেট মাধ্যমে যতটা সুরক্ষিত রাখা যায় সেই প্রচেষ্টা করা হচ্ছে।

English summary
From the global ransomware attacks that hit hundreds of systems to phishing and scanning rackets, at least one cybercrime was reported every 10 minutes in India in the first six months of 2017.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X