
এইমসের পর এবার জলশক্তি মন্ত্রকের টুইটার হ্যাক, তদন্ত কমিটি গড়ল কেন্দ্র
এইমসের পর এবার জল শক্তি মন্ত্রকের টুইটার হ্যাক। গত সপ্তাহে দিল্লির এইমস হাসপাতালে সাইবার অ্যাটাকের ঘটনা ঘটেছিল। যাঁরা সাইবার অ্যাটাক চালিয়েছিল তাঁরা মোটা টাকা দাবি করেছিল। তারপরেই আবার জল শক্তি মন্ত্রকের টুইটার হ্যাকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্র।

ভোর ৫টা ৩৮ মিনিট নাগাদ কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের টুইটারে হঠাৎ করেই ক্রিপ্টো ওয়ালেট এবং সুই ওয়ালেটে প্রমোটের টুইট ভেসে আসে। এমনকী অ্যাকাউন্টের প্রোফাইলের ছবিও বদলে যায়। ভারতের পতাকার জায়গায় সুই লোগো ভেসে ওঠে প্রোফাইল ছবিতে। তার পরে একের পর এক টুইট আসতে শুরু করে। বেশ কিছু সন্দেহজনক পোস্টের পরেই অ্যাকাউন্ট রিস্টোর করে দেওয়া হয়।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার বিশেজ্ঞ এবং সিকিউরিটি এজেন্সি। গত সপ্তাহে দেশের সবচেয়ে মেডিকেল কলেজ এবং হাসপাতালের ওয়েব সাইট হ্যাক করে মোটা টাকা দাবি করেছিল হ্যাকাররা। দিল্লি পুলিশের কাছ থেকে ২০০ কোটি টাকার ক্রিপ্টো কারেন্সি দাবি করে হ্যাকাররা। তারা জানিয়েছিল ২০০ কোটি টাকার ক্রিপ্টো কারেন্সি দিলে ফের তাঁরা আগের পর্যায়ে ফিরিয়ে দেবে এইমসের ওয়েবসাইট। কিন্তু সেই টাকা দিতে রাজি হয়নি দিল্লি পুলিশ।
তারপরেই সতর্ক হয়েছিল দিল্লি পুলিশের সাইবার শাখা। এমনকী বিভিন্ন সিকিউরিটি এসেন্সির সাইবার এক্সপার্টদেরও এই নিয়ে সতর্ক করা হয়েছে। দিল্লি পুলিশের কয়েকজন সাইবার বিশেষজ্ঞ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষজ্ঞরা এইমসের সাইবার অ্যাটাকের তদন্ত করছে। এইমসের সাইবার অ্যাটাকের জেরে বেশ কয়েকদিন দুর্ভোগে পড়তে হয়েছে রোগীদের। শেষে কম্পিউটার ছেড়ে ম্যানুয়াল কাজ করতে হয়েছে সেখানকার কর্মীদের। প্রতিদিন এই হাসপাতালে গড়ে ৩ থেকে ৪ কোটি রোগী চিকিৎসা করাতে আসেন।
নিয়োগ মামলায় স্পিকটি নট সুবীরেশ! রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ দিতে পারে আদালত