For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমনওয়েলথ কাণ্ডে আপ সরকারের এফআইআর, নাম নেই শীলা দীক্ষিতের

Google Oneindia Bengali News

কমনওয়েলথ কাণ্ডে আপ সরকারের এফআইআর, নাম নেই শীলা দীক্ষিতের
নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : ২০১০ সালে কমন ওয়েলথ গেমস-এর আগে ৯০ কোটি টাকার দিল্লির স্ট্রিট লাইট কেলেঙ্কারি নিয়ে এফআইআর দায়ের করল দিল্লি সরকারের দুর্নীতিদমন শাখা। যদিও সমস্ত জল্পনা উড়িয়ে সেই আফআইআর-এ নাম নেই রাজধানীর প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের।

শীলা দীক্ষিতের বিরুদ্ধে বিজ্ঞাপন সংক্রান্ত ঘটনার তদন্ত ফের শুরু করবে আপ সরকার।

এই এফআইআর-এ শুধুমাত্র তাদেরই নাম রয়েছে যারা আর্থিক সুবিধা নিয়েছেন। এই তালিকায় কন্ট্রাক্টরদের নামও রয়েছে যারা ওই স্টিট লাইট সরবরাহ করেছিলেন। দিল্লি সরকার দুর্নীতি দমন শাখাকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন কারণ, এই প্রকল্পে রাজ্যের ৩১.০৭ কোটি টাকার ক্ষতি হয়েছিল। কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই মর্মেই এই এফআইআর। ক্যাগ এবং সুংলু রিপোর্টে অনেক গুরুত্বপূর্ণ জিনিয় ধরা পড়েছে। যার জন্য তদন্থ দরকার। বৃহস্পতিবার একথা জানিয়েছেন দিল্লির শিক্ষামন্ত্রী মনীশ সিসোডিয়া।

কমনওয়েলথ দুর্নীতি নিয়ে তদন্ত আপের নির্বাচনী প্রচারের অন্যতম একটি ইস্যু ছিল। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের তৈরি সুংলু কমিটি এই ক্ষতির জন্য শীলা দীক্ষিত সরকার ও চার এমসিডি আধিকারিককে দায়ী করেছিল।

আপ সূত্রের খবর, এখনই রেহাই পাচ্ছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। বর্তমান দিল্লি সরকার বিজ্ঞাপন সংক্রান্ত ঘটনার তদন্তও শুরু করবে। যেখানে মূল অভিযুক্ত শীলা দীক্ষিত। অভিযোগ, জনতার অর্থ তিনি ব্যক্তিগত বিজ্ঞাপনের কাজে ব্যবহার করেছেন।

English summary
CWG scam: AAP government files FIR, Sheila Dikshit not named
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X