For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌শেষ তিন বছরে দেশে গাছ কাটা দ্বিগুণ হয়ে গিয়েছে, তথ্য পেশ সংসদে

‌শেষ তিন বছরে দেশে গাছ কাটা দ্বিগুণ হয়ে গিয়েছে, তথ্য পেশ সংসদে

Google Oneindia Bengali News

২০১৬ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ভারতে গাছ কাটা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে বলে লোকসভায় এক প্রশ্নের জবাবে তা জানানো হয়েছে।

গাছ কাটার পরিমাণ বেড়েছে

গাছ কাটার পরিমাণ বেড়েছে

২০১৬-১৭ আর্থিক বছর থেকে ২০১৮-১৯ সালের আর্থিক বছরের মধ্যে মোট ৭৬,৭২,৩৩৭টি গাছ কাটা হয়েছে। অন্যদিকে প্রয়োজন অনুযায়ী ২০১৬-১৭ সালের আর্থিক বছরে ১৭,৩১,৯৫৭টি গাছ কাটা হয় যা ২০১৮-১৯ সালের আর্থিক বছরে তা বেড়ে ৩০,৩৬,৬৪২টি গাছ কাটা হয়। অরণ্য, পরিবেশ ও আবহাওয়া পরিবর্তনের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় তাঁর জবাবে বলেন, ‘‌একমাত্র দরকার ছাড়া কোনও গাছ কাটা হয়নি। ১৯৮০ সালের অরণ্য (‌সংরক্ষণ)‌ আইন অনুযায়ী যত গাছ কাটা হয়েছে তার চেয়ে বেশি গাছ লাগানো হয়েছে।'‌ তেলঙ্গানা রাষ্ট্র সমিতির সাংসদ বিবি পাটিলের প্রশ্নের জবাবে বাবুল সুপ্রিয় জানান যে শেষ তিনবছরে ৭৬,৭২,৩৩৭টি গাছ কেটে ফেলা হয়েছে এবং ক্ষতিপূরণ হিসাবে ৭,৮৭,০০,০০০টি গাছের চারা লাগানো হয়।

তেলঙ্গানায় সবচেয়ে বেশি গাছ কাটা হয়েছে

তেলঙ্গানায় সবচেয়ে বেশি গাছ কাটা হয়েছে

জানা গিয়েছে উত্তরাখণ্ডে একই সময়কালে মোট ১,০৫,৪৬১টি গাছ কাটা হয়েছিল এবং ২০৭-১৮ সালের আর্থিক বছরে সর্বাধিক ৬৯৬২৩টি গাছ কেটে ফেলা হয়। তেলঙ্গানায় সবচেয়ে বেশি গাছ কাটা হয় যার সংখ্যা ১২,১২,৭৫৩টি গাছ। যেখানে এই রাজ্যগুলিতে এত গাছ কেটে ফেলা হয়েছে, সেখানে একটাও গাছ কাটার ঘটনা ঘটেনি নাগাল্যান্ড, পুদুচেরি, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, জম্মু-কাশ্মীর, দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি।

গাছ কাটার দিক দিয়ে এগিয়ে যে রাজ্যগুলি

গাছ কাটার দিক দিয়ে এগিয়ে যে রাজ্যগুলি

তেলঙ্গানার পর মহারাষ্ট্র, যেখানে ১০,৭৩,৪৮৪টি গাছ কাটা হয়েছে। এরপরই রয়েছে মধ্যপ্রদেশ (‌৯,৫৪,৭৬৭)‌, ছত্তিশগড় (‌৬,৬৫,১৩২)‌, ওড়িশা (‌৬,৫৮,৪৬৫)‌, অন্ধ্রপ্রদেশ (‌৪,৯৫,২৬৯)‌, ঝাড়খণ্ড (‌৪,৩৪,৫৮৪)‌, অরুণাচল প্রদেশ (‌৩,২৫,২৬০)‌, পাঞ্জাব (‌২,২৮,৯৫১)‌, রাজস্থান (‌২,২৮,৫৮০)‌, হিমাচল প্রদেশ (‌১,৬১,৬৭৭)‌, মণিপুর (‌১,২৩,৮৮৮)‌, হরিয়ানা (‌১,৭২,১৯৪)‌, গুজরাট (‌১,৬৫,৪৩৯)‌, হিমাচল প্রদেশ (‌১,৬১,৬৭৭)‌, অসম (‌১,১৮,৮৯৫)‌, বিহার (‌৯১,৮৫০)‌, কর্নাটক (‌৪০,৭৭৬)‌, আন্দামান ও নিকোবর (‌১২,৪৬৭)‌, সিকিম (‌৮,৬৩০)‌, গোয়া (‌৩৭৬৫)‌, দিল্লি (‌৩২৩৬)‌, তামিলনাড়ু (‌২০২৫)‌, মিজোরাম (‌৭৪৮)‌, কেরল (‌৭২৫)‌, ত্রিপুরা (‌৫৮৩)‌ ও মেঘালয় (‌৩১৭)‌।

English summary
cutting trees in the country has doubled in the last three years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X