For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমে কি ফের এনআরসি? দেশজুড়ে নাগরিক পঞ্জির হিড়িকের মাঝে শুরু জল্পনা

বুধবারই সংসদে দেশজুড়ে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি লাগুর কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই জল্পনা শুরু হয়, তবে কি অসমে ইতিমধ্যেই লাগু হওয়া এনআরসি ফের নতুন করে করা হবে? যদি তা হয়

Google Oneindia Bengali News

বুধবারই সংসদে দেশজুড়ে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি লাগুর কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই জল্পনা শুরু হয়, তবে কি অসমে ইতিমধ্যেই লাগু হওয়া এনআরসি ফের নতুন করে করা হবে? যদি তাই হয়, সেই ক্ষেত্রে কি কাট-অফ বছর ১৯৭১-এর থেকে আরও এগিয়ে আনা হবে?

সরকারি সূত্রের বক্তব্য

সরকারি সূত্রের বক্তব্য

কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে যে অসমের ক্ষেত্রেও কাট-অফ বছর ১৯৭১ থেকে এগিয়ে আনা হবে। আধিকারিকের মতে, দেশে এক আইন দুটি আলাদা ভাবে লাগু করা যেতে পারে না। তিনি বলেন, "দেশজুড়ে এনআরসি লাগু হবে। সেই ক্ষেত্রে একই দেশে দুটি পৃথক পদ্ধতি অনুসরণ করা যেতে পারে না। দেশের সমস্ত জায়গাতে এনআরসি হলে অসমে নতুন করে সেই তারিখকে কাট-অফ রেখে এনআরসি হবে।"

হিমন্তের দাবি

হিমন্তের দাবি

একই সুরে গলা মেলান অসমের বিজেপি নেতা হিমান্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, "আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অসমে হওয়া এই এনআরসি বাতিল করার দাবি জানিয়েছি। আমার মতে দেশজুড়ে এক নীতি ও নিয়ম প্রনয়ন করা উচিত।"

এনআরসি বিরোধিতায় ফের সরব মমতা

এনআরসি বিরোধিতায় ফের সরব মমতা

অপর দিকে মুর্শিদাবাদের এক জনসভা থেকে ফের এনআসি বিরোধী হুঙ্কার ছেড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও তিনি বলেন, "বাংলায় আমরা কোনও ভাবেই এনআরসি হতে দেব না।"

এনআরসির আগে সিএবি-র প্রস্তুতি কেন্দ্রের

এনআরসির আগে সিএবি-র প্রস্তুতি কেন্দ্রের

এদিকে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আগত বড় সংখ্যায় অমুসলিমদের নাগরিকত্ব দিতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী বিলের আনতে চলেছে সংসদে। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈনদের নাগরিকত্ব পাবেন নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে।

চাকরির দাবি নিয়ে বাধল গোল! মুর্শিদাবাদের বাহালনগরে শ্রমিক পরিবারগুলিকে মমতা দিলেন নতুন উপদেশ চাকরির দাবি নিয়ে বাধল গোল! মুর্শিদাবাদের বাহালনগরে শ্রমিক পরিবারগুলিকে মমতা দিলেন নতুন উপদেশ

English summary
cut off for assam nrc likely to be changed in accordance with rest of india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X