For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩ বাহিনীর মাথায় সিডিএস! প্রথম এই পদে কে, জল্পনা তুঙ্গে

স্বাধীনতা দিবসের সকালে দেশের তিন বাহিনীর সংযোগ সাধনের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এবার থেকে চিফঅফ ডিফেন্স স্টাফ নামে পদ তৈরি করা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

স্বাধীনতা দিবসের সকালে দেশের তিন বাহিনীর সংযোগ সাধনের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এবার থেকে চিফ অফ ডিফেন্স স্টাফ নামে পদ তৈরি করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, এই পদে প্রথম বসতে চলেছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।

দীর্ঘ দিনের প্রয়োজন মিটতে চলেছে

দীর্ঘ দিনের প্রয়োজন মিটতে চলেছে

বেশ কয়েক দশক আগে অফিস অফ চিফ অফ ডিফেন্স স্টাফ তৈরি করা হয়েছিল। দেশের নিরাপত্তার সংস্কারের লক্ষে এই পদ তৈরি দাবি ছিল দীর্ঘদিনের। যা হবে ফাইফ স্টার
র‍্যাঙ্কের জেনারেল। যা হবে সেনা, বিমান কিংবা নৌ বাহিনীর প্রধানের একধাপ ওপরে।

লালকেল্লা থেকে দেওয়া স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, প্রত্যেক ভারতীয়ের গর্বের হল সেনাবাহিনী। সময়ের পরিবর্তনের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত হুমকিও
বাড়ছে। তাই তিন বাহিনীর মধ্যে সংযোগ স্থাপনের জন্য নতুন পদ তৈরি জরুরি হয়ে পড়েছে।

নাম নিয়ে জল্পনা

নাম নিয়ে জল্পনা

প্রধানমন্ত্রী মোদী বলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ পদ তৈরি ব্যাপারে। যার অধীনে থাকবে তিন বাহিনী। সম্প্রতি রাজনাথ সিং-ও এই পদের ব্যাপারে মন্তব্য করেছিলেন। বর্তমান সেনাপ্রধান সেই পদে প্রথম বসতে চলেছেন বলেও জল্পনা তৈরি হয়েছে।

কারগিল যুদ্ধের পর সুপারিশ

কারগিল যুদ্ধের পর সুপারিশ

কারগিল যুদ্ধের পরে দেশের নিরাপত্তা ফাঁকফোকর নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির রিপোর্টে যেসব সুপারিশ করা হয়েছিল তার মধ্যে ছিল চিফ অফ ডিফেন্স স্টাফের বিষয়টিও। কিন্তু তিন বাহিনী থেকে বিরোধিতার কারণে এই বিষয়টি চাপা পড়ে ছিল এতদিন ধরে।

২০১২ সালে তৎকালীন ক্যাবিনেট সচিব নরেশ চন্দ্রের নেতৃত্বাধীন টাস্কফোর্সও এই ধরনের সুপারিশ করেছিল। তবে সেখানে তিন বাহিনীর প্রধানের মতোই ফোর স্টার জেনারেলের
কথা বলা হয়েছিল।

সারা দেশে পালিত ৭৩তম স্বাধীনতা দিবস, দেখুন ছবি একনজরে

English summary
Current army chief Bipin Rawat, could be named to the post of CDS.Chief of defence staff (CDS) that will integrate the operations of the three forces--the Indian Army, the Indian Navy and the Indian Air Force (IAF).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X