For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বারংবার করোনায় আক্রান্ত সুস্থ রোগী, নতুন এই বিষয় ভাবিয়ে তুলছে দিল্লিবাসীকে

বারংবার করোনায় আক্রান্ত সুস্থ রোগী, নতুন এই বিষয় ভাবিয়ে তুলছে দিল্লিবাসীকে

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে যাওয়ার পরও ফের এই মারণ ভাইরাস ফিরে আসতে পারে তা আগেই জানিয়েছিলেন গবেষকরা। এবার দিল্লির কিছু হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে যে করোনা ভাইরাস রোগী সুস্থ হয়ে যাওয়ার পরও ফের তারা ফিরে আসছে উপসর্গ নিয়ে। এ মাসের প্রথমদিকে দিল্লি সরকার পরিচালিত রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে দুইজন রোগী ফিরে আসেন, করোনা ভাইরাস থেকে প্রায় সুস্থ হওয়ার দেড়মাস পর। উভয় কেসের ক্ষেত্রেই রোগীর শরীরে মাঝারি উপসর্গ দেখা দিয়েছিল।

বারংবার করোনায় আক্রান্ত সুস্থ রোগী, নতুন এই বিষয় ভাবিয়ে তুলছে দিল্লিবাসীকে


দ্বারকার আকাশ হেলথ কেয়ারের পক্ষ থেকে রিপোর্টে জানানো হয় যে ক্যান্সার রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে যাওয়ার দু’‌মাস পর ফের কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে ফিরে আসেন। তবে দ্বিতীয়ভার এই রোগে আক্রান্ত হয়ে রোগীর অবস্থা মারাত্মক হয়েছিল। গতমাসে দিল্লিতে করোনা ভাইরাসে দ্বিতীয়বার আক্রান্ত হয়ে এক পুলিশ কর্মীর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা হতবাক করেছে বিশেষজ্ঞদের। ওই একই মাসে একই ধরনের কেস দেখা দেয় রাজধানী দিল্লিতে। যেখানে সরকার পরিচালিত কোভিড–১৯ হাসপাতালে এক নার্স করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে যাওয়ার পরও ফের আরও একবার এই মারণ ভাইরাসে আক্রান্ত হন।

দিল্লির সরকারি হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডাঃ বিএস শেরওয়াল জানিয়েছেন, ভাইরাসটির প্রকৃতি বা জিন সিকোয়েন্স না বোঝা পর্যন্ত এটা বলা কঠিন যে তার মধ্যে ভিন্ন এমন কী রয়েছে যা পুনরায় মানুষকে সংক্রমিত করছে। তিনি বলেন, 'পুনরায় সংক্রমণ হতে পারে। ভাইরাসটি বিশেষত কফ থেকে শরীরে পৃথক করা যায়। আমাদের কাছে প্রমাণ রয়েছে যে নবম বা দশম দিনের পরে ভাইরাসটি সংক্রমক হয়ে যায় এবং রোগীদের আবার পরীক্ষা করা হয় না।’‌ তিনি এও জানিয়েছেন যে এই রোগটা এমন রোগীদের শরীরেই বাসা করছে যারা ৩৯–৪০দিন আগে করোনা আক্রান্ত ছিল।

‌আকাশ হেলথ কেয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬৫ বছরের ক্যান্সার রোগী মার্চ মাসে করোনা পজিটিভ নিয়ে হাসপাতালে আসেন এবং তাঁকে ক্যান্সারের জন্য কেমো থেরাপির পরামর্শ দেওয়া হয়। তিনি সুস্থ হয়ে যাওয়ার পর ফের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন এবং সেই সময় তাঁর ক্যান্সারের ওষুধও কাজ করছিল না। গতমাসেই তিনি মারা যান। তিকিৎসকরা জানিয়েছেন ওই রোগীর কান্সার ছাড়া আর কোনও রোগ ছিল না। গবেষকরা জানান, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে করোনা ভাইরাস দ্বিতীয়বার থাবা বসাতে পারে। বিশেষ করে যে সব রোগীর ক্যান্সার, এইচআইভি রয়েছে।

চিনের সঙ্গে সংঘাতের আবহে ভারতেই তৈরি হচ্ছে মোবাইল হাব? প্রায় ১১ লক্ষ কোটি লগ্নির সম্ভাবনা চিনের সঙ্গে সংঘাতের আবহে ভারতেই তৈরি হচ্ছে মোবাইল হাব? প্রায় ১১ লক্ষ কোটি লগ্নির সম্ভাবনা

English summary
cure patient again infected with corona virus concerned delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X