For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

CUET PG 2023: জুনের শুরুতে পরীক্ষা! আবেদনের প্রক্রিয়া মার্চে

কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ চুয়েট পিজি ২০২৩-এর তারিখ ঘোষণা করা হয়েছে। ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার জানিয়েছেন, জুন মাসে সেই পরীক্ষা হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://cuet.nta.nic.in./-তে ২০২৩-এর মার্চ থ

  • |
Google Oneindia Bengali News

কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ চুয়েট পিজি ২০২৩-এর তারিখ ঘোষণা করা হয়েছে। ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার জানিয়েছেন, জুন মাসে সেই পরীক্ষা হবে।

অফিসিয়াল ওয়েবসাইট https://cuet.nta.nic.in./-তে ২০২৩-এর মার্চ থেকে ছাত্রছাত্রীদের নথি ভুক্তি করেণের প্রক্রিয়া শুরু হবে।

পরীক্ষা জুনের শুরুতে

টুইটারে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের চেয়ারম্যান বলেছেন, CUET PG 2023 পরীক্ষা ২০২৩-র ১ জুন থেকে ১০ জুন অনুষ্ঠিত হবে। এর জন্য নথিভুক্তি করণের প্রক্রিয়া শুরু হবে মার্চের মাঝামাঝি সময় থেকে। তিনি আরও জানিয়েছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি ১ থেকে ১০ জুনের মধ্যে CUET PG পরীক্ষা পরিচালনা করবে। ছাত্রছাত্রীরা CUET PG-র স্কোর ব্যবহার করে স্নাতকোত্তর প্রোগ্রামে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তি পরে

বিস্তারিত বিজ্ঞপ্তি পরে

CUET PG 2023 পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও, স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষার বিজ্ঞপ্তি পরে দেওয়া হবে। ইউজিসির চেয়ারম্যান যে টুইট করেছেন, তা থেকে জানা যাচ্ছে CUET PG 2023 পরীক্ষার ফল জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। পরীক্ষা নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি ন্যাশনাল টেস্টিং এজেন্সি জারি করবে। সেই বিজ্ঞপ্তিতে পরীক্ষার প্যাটার্ন, যোগ্যতার মানদণ্ড, পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার অন্য বিষয়গুলি উল্লেখ করা হবে।

১৩ টি ভাষায় পরীক্ষা

১৩ টি ভাষায় পরীক্ষা

CUET PG পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক সিবিটি মোডে। বাংলা, অসমীয়া, ইংরেজি, গুজরাটি, হিন্দি, কন্নড়, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলগু এবং উর্দু ভাষায় দেওয়া যাবে। বিদায়ী বছরের ১ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে CUET PG 2022 পরীক্ষা নিয়েছিল এনটিএ। ভাষা ও সাহিত্যের প্রশ্ন ছাড়া এই পরীক্ষা ইংরেজি ও হিন্দিতে নেওয়া হয়েছিল। ফল প্রকাশ হয়েছিল ২৬ সেপ্টেম্বর। প্রশ্নে ছিল দুটি অংশ। পার্ট ওয়ান এমসিকিউ ২৫ টি এবং পার্ট টু-তে ৭৫ টি প্রশ্ন ছিল।

কোথায় কোথায় সুযোগ

কোথায় কোথায় সুযোগ

CUET PG 2023 পরীক্ষার ফলের ওপরে ভিত্তি করে ২০২৩ থেকে ২০২৪ সালের অ্যাকাডেমিক সেশনে দিল্লি বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে ভর্তির সুবিধা পাওয়া যাবে।

Fight on flight: হাত নিচে রাখ! ব্যাঙ্কক-কলকাতা বিমানের মধ্যে মারামারির ছবি ভাইরালFight on flight: হাত নিচে রাখ! ব্যাঙ্কক-কলকাতা বিমানের মধ্যে মারামারির ছবি ভাইরাল

English summary
CUET PG 2023: Exam in early June, Application process will be in March 2023
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X