For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাবিন্দর সিং কাণ্ড থেকে শিক্ষা নিয়ে জওয়ানদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অডিট শুরু করল সিআরপিএফ

দাবিন্দর সিং কাণ্ড থেকে শিক্ষা নিয়ে জওয়ানদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অডিট শুরু করল সিআরপিএফ

Google Oneindia Bengali News

ডিএসপি দাবিন্দর সিংয়ের গ্রেফতারির ঘটনার পর আর কোনও ঝুঁকি নিতে চায় না সিআরপিএফ। তাই প্রায় সাড়ে তিন লাখেরও বেশি জওয়ান এবং আধিকারিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অডিট করার সিদ্ধান্ত নিয়েছে সিআরপিএফ। বাহিনীর ডিরেক্টর জেনারেল এপি মাহেশ্বরী জানিয়েছেন, যাতে কোনও ভাবেও জওয়ানদের উপর সন্দেহ তৈরি না হয় সেটা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ।

জঙ্গি যোগে গ্রেফতার ডিএসপি

জঙ্গি যোগে গ্রেফতার ডিএসপি

জম্মু-কাশ্মীরে জঈশের দুই বড় জঙ্গি নেতার সঙ্গে একই গাড়িতে গ্রেফতার হয়েছিলেন ডিএসপি দেবেন্দ্র সিং। তাঁর গাড়িতেই জঙ্গিরা যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। দেবেন্দ্র সিংয়ের গাড়ি থেকে বিপুল পরিমান অস্ত্রও উদ্ধার হয়েছে। তাঁকে হেফাজতে নেওয়ার পর জানা উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ২০০১ সালে সংসদ হামলার ঘটনার তাঁর জড়িত থাকার সন্দেহ করছে গোয়েন্দারা। জানা গিয়েছে আফজল গুরুর সঙ্গে নাকি তাঁর সরাসরি যোগাযোগ ছিল। দেবেন্দ্র সিংয়ের নির্দেশেই নাকি আফজল গুরু সংসদ হামলার জঙ্গিদের দিল্লিতে জায়গা করে দিয়েছিল।

ঝুঁকি নিতে নারাজ সিআরপিএফ

ঝুঁকি নিতে নারাজ সিআরপিএফ

দেবেন্দ্র সিংয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমান অর্থের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। জানা গিয়েছে প্রায় ১৬ লাখ টাকা জঙ্গিদের সহায়তা করার জন্য দেওয়া হয়েছিল দেবেন্দ্র সিংকে। সেই সম্ভাবনা যাতে সিআরপিএফে তৈরি না হয় সেকারণে প্রায় সাড়ে তিন লাখেরও বেশি জওয়ানদের উপর অডিট শুরু করেছে সিআরপিএফ। বাহিনীর ডিজি জানিয়েছেন, জওয়ানরা নকশাল এলাকায় অপারেশনে যায়। সেখানে একাধিক হামলার ঘটনা ঘটে। জওয়ানরা যাতে অন্তর্ঘাতে জড়িয়ে না পড়ে সেকারণেই এই অডিট। কারন তিনি চান না সিআরপিএফের জওয়ানদের নিয়ে কোনও সন্দেহ তৈরি হোক।

দাবিন্দর সিংয়ের গ্রেফতারিতে রাজনৈতিক উত্তাপ

দাবিন্দর সিংয়ের গ্রেফতারিতে রাজনৈতিক উত্তাপ

দাবিন্দর সিংয়ের গ্রেফতারির পর বিরোধীরা পুলওয়ামা হামলার পুনরায় তদন্তের দাবি জানিয়েছিলেন। সেনাবাহিনীর সততা নিেয়ও প্রশ্ন তুলে দিয়েছিলেন তাঁরা। এই নিয়ে প্রবল রাজনৈতিক টানা পোড়েন শুরু হয়েছিল। সিআরপিএফের ডিজি অবশ্য জানিয়েছেন, একটি ঘটনা থেকে সবটা বিচার করা ঠিক নয়। জম্মু-কাশ্মীর পুলিস সন্ত্রাস দমনে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন বলে জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যে সুলেমানি হত্যার আড়ালে 'ডার্ক প্রিন্স'!CIA অফিসার ও মার্কিন বিমান দুর্ঘটনা ঘিরে জল্পনামধ্যপ্রাচ্যে সুলেমানি হত্যার আড়ালে 'ডার্ক প্রিন্স'!CIA অফিসার ও মার্কিন বিমান দুর্ঘটনা ঘিরে জল্পনা

English summary
CRPF starts audit on three lakh pesonel over Devendra Sing case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X