For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার থেকে নতুন উপায়ে কাশ্মীরে বিক্ষোভ মোকাবিলা করতে চায় সিআরপিএফ

কাশ্মীরে বিক্ষোভ মোকাবিলায় এবার থেকে ব্যবহার করা হবে প্ল্যাসটিক বুলেট। ইতিমধ্যেই সিআরপিএফ ২১ হাজার রাউন্ড প্ল্যাস্টিক বুলেট পাঠিয়েছে ভূস্বর্গের বিক্ষোভ মোকাবিলায়

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরে বিক্ষোভ মোকাবিলায় এবার থেকে ব্যবহার করা হবে প্ল্যাসটিক বুলেট। ইতিমধ্যেই সিআরপিএফ ২১ হাজার রাউন্ড প্ল্যাস্টিক বুলেট পাঠিয়েছে ভূস্বর্গের বিক্ষোভ মোকাবিলায়, এমনটাই জানিয়েছেন, পদস্থ আধিকারিকরা।

এবার থেকে নতুন উপায়ে কাশ্মীরে বিক্ষোভ মোকাবিলা

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাহায্যে বুলেটটি তৈরি করেছে পুনের অর্ডিন্যান্স ফ্যাক্টরি। একে সিরিজের রাইফেলেও এই গুলি ভরা যাবে। প্যালেট গানের বিকল্প হিসেবেই ভাবা হয়েছে এই রবার বুলেটকে।

পরীক্ষায় দেখা গিয়েছে, নতুন ধরনের এই প্ল্যাস্টিক বুলেটগুলি তুলনামূলক কম ক্ষতিকারক। রবারের বুলেট আসায় বিক্ষোভ মোকাবিলায় অন্য অস্ত্রের সঙ্গে প্যালেট গানের ব্যবহার কমবে বলে মনে করছেন সিআরপিএফের ডিজি আরআর ভাটনগর।
তিনি আরও জানিয়েছেন, উপত্যকায় পাথর ছুঁড়ে বিক্ষোভ দেখানো বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে নতুন এই বুলেট অনেকটাই কম ক্ষতিকারক। সেখানে থাকা বাহিনীর জন্য ২১ হাজার রাউন্ড রবার বুলেট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন, সিআরপিএফের ডিজি।

এবার থেকে নতুন উপায়ে কাশ্মীরে বিক্ষোভ মোকাবিলা

জঙ্গি মোকাবিলায় এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জম্মু-কাশ্মীরে মোতায়েন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জন্য রবার বুলেটের অর্ডার দেওয়া হয়েছিল।
সিআরপিএফের ডিজি জানিয়েছেন, কাশ্মীরে মোতায়েন বাহিনীর প্রত্যেকের কাছেই রয়েছে একে ৪৭ কিংবা ৫৬ সিরিজের রাইফেল। রবার বুলেট এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে এই সব রাইফেল দিয়েও এই রবার বুলেট চালানো যাবে। বিক্ষোভকারীরা যেই পাথর ছোঁড়া শুরু করবে, সঙ্গে সঙ্গে গুলির ধরনও বদলে যাবে বলে জানিয়েছেন সিআরপিএফের ডিজি।

কাশ্মীরে বিক্ষোভ দমনে প্যালেট গানের ব্যবহার নিয়ে এর আগে ব্যাপাক সমালোচনার ঝড় উঠেছিল। গত কয়েক বছরে প্যালেট গানে অনেকেই গুরুতর আহত হয়েছেন। অন্ধ হয়ে গিয়েছেন বেশ কয়েকজন।

English summary
CRPF had ordered for the plastic bullets so that troops can just replace lethal metal bullets and use the new plastic ones. The usage of pellets in the Kashmir Valley had come under heavy criticism after locals suffered grevious injuries, including blindness in some cases.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X