
পোওয়াই লেকে মাছ ধরতে গিয়ে কুমীরের কামড়, অল্পের জন্য প্রাণ বাঁচল আদিবাসী ব্যক্তির
পোওয়াই লেকে মাছ ধরতে গিয়ে কুমীরের কামড়, অল্পের জন্য প্রাণ বাঁচল আদিবাসী ব্যক্তির
মাছ ধরতে গিয়ে কুমীরের হামলার শিকার হলেন এক ব্যক্তি। ৪০ বছরের আদিবাসী সদস্য বিজয় কাকভেক ওপর কুমির হামলা করে, তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। জানা গিয়েছে, মুম্বইয়ের পোওয়াই লেকে ওই ব্যক্তি মাছ ধরছিলেন শনিবার, যেখানে কুমীর এসে তাঁর পা কামড়ে ধরে, তাঁকে গুরুতর আহত করে। তাঁকে তড়িঘড়ি ঘাটকোপারের রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের মেল ওয়ার্ডে চিকিৎসা চলছে তাঁর।

পরিবেশবিদ ও সমাজ কর্মীদের মতে পোওয়াই লেকের ধারে র্যাম্প নির্মাণ হলে তা কুমীরের হামলা থেকে প্রতিরোধ করতে পারত। পোওয়াই লেক বাঁচাও-এর সঙ্গে যুক্ত সমাজ কর্মী তবরেজ সইদ বলেন, 'বছরের এই সময়ে, পোওয়াই লেকের পাশের নরম মাটিতে কুমীরেরা ডিম পাড়ে। ইতিমধ্যেই, রেনেসাঁ হোটেলের কাছাকাছি লেকের অপর পাড়ে প্রচুর নির্মাণকাজ হয়েছে। এছাড়াও, অনেকে হ্রদের কাছে এসে চড়ুইভাতি করছেন, যা সামুদ্রিক প্রজাতিকে বিরক্ত করছে। আমি ব্যক্তিগতভাবে কাকভেকে রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম এবং তাঁর পা থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল, আমি চিকিৎসকদের তাঁর চিকিৎসা করতে বলি।'
কুমীরের উপস্থিতির ফলে, সমাজ কর্মীরা আরও একবার বিএমসি এবং বন কর্মকর্তাদের কাছে অনুরোধ করেছেন যে জলের কাছাকাছি যেতে বাধা দেওয়ার জন্য লেকের চারপাশে অতিরিক্ত সতর্কতা সাইনবোর্ড লাগানো হোক। সইদ বলেন, 'হাইকোর্ট সম্প্রতি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নির্দেশ দিয়েছেন যে সাইকেল ট্র্যাকের জন্য যেন কোনও নির্মাণ কাজ না হয়, কারণ নাগরিক ও সমাজকর্মীরা এই ধরনের কাজের বিপক্ষে। যদিও হ্রদ রক্ষার্থে বিএমসির পক্ষ থেকে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।'
কিছুদিন আগে কুমীরভর্তি জলাশয়ে নেমে সাঁতার কাঁটতে গিয়ে কুমীরের হামলার শিকার হয়েছিলেন এক ব্যক্তি। সাহসীকতার পরিচয় দিতে গিয়ে কুমীরের মুখের কাছে চলে যান। হঠাৎই একটি কুমির ওই ব্যক্তির উপর হামলা চালায়। তাঁর কাঁধে কামড় বসানোর চেষ্টা করে। কোনও রকমে প্রাণ হাতে করে ডাঙায় উঠে পড়েন তিনি।