For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লস্কর জঙ্গি পালানর পেছনে অপরাধমূলক ষড়যন্ত্র, এই ৪ জনের নামে চার্জশিট পেশ এনআইএ-র

শ্রীনগরের হাসপাতাল থেকে লস্কর-ই-তৈবা জঙ্গি নাভেদ জাটকে পালাতে সাহায্য করেছিল। এই অভিযোগে চার ব্যাক্তির বিরুদ্ধে চার্জশিট পেশ করল ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি বা এনআইএ।

Google Oneindia Bengali News

শ্রীনগরের হাসপাতাল থেকে লস্কর-ই-তৈবা জঙ্গি নাভেদ জাটকে পালাতে সাহায্য করেছিল। এই অভিযোগে মহম্মদ টিকা খান, শাকিল আহমেদ ভাট, সৈয়দ তাজমুল ইসলাম কিরমানি ও মহম্মদ শফি ওয়ানি নামে চার ব্যাক্তির বিরুদ্ধে চার্জশিট পেশ করল ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি বা এনআইএ।

লস্কর জঙ্গি পালানয় ৪ জনের নামে চার্জশিট পেশ এনআইএ-র

চলতি বছরের ২ ফেব্রুয়ারি তারিখে নাভেদ জাটকে জেল থেকে শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ এসকর্ট পার্টিকে আক্রমণ করে সে সেখান থেকে পালিয়ে যায়। ওই ঘটনায় নিহত হন দুই পুলিশ কর্মী।

এআইএ-র তদন্তে দেখা গিয়েছে এই পলায়ন পর্বের পুরোটাই পূর্বপরিকল্পিত এক অপরাধমীলক ষড়যন্ত্র। ওই ঘটনার আগে বেশ কেয়কদিন ধরে বিভিন্ন দিনে সেন্ট্রাল জেলে অভিযুক্ত চার ব্যক্তি জাটের সঙ্গে সাক্ষাত করেছিল। তখনই যাবতীয় ছক কষা হয়।

সেই পরিকল্পনা অনুয়ায়ী এসএমএইচএস-এর বিস্তারিত রেইকি করেছিল অভিযুক্তরা। কোন পথ দিয়ে পালাতে হবে তাও তাদেরই ঠিক করা। পালানর সময় যে গাড়ি ব্যবহার করেছিল জাট বা যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুঁড়েছিল - তার সব জোগার করেছিল এই চারজনই। তদন্তের সময়ই অভিযুক্তদের প্রত্যেককে গ্রেফতার করা হয়। তবে নাভেদ জাট ওরফে আবু হানজাল্লা এখনও পলাতক।

English summary
There was a criminal conspiracy to break out Laskar militant Naveed Jutt, claimed NIA. The filed a chargesheet against 4 people.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X