For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় দফার নির্বাচনেও ৫০০ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, কোটিপতি প্রার্থীর নিরিখে শীর্ষে বিজেপি

দ্বিতীয় দফার নির্বাচনেও ৫০০ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, কোটিপতি প্রার্থীর নিরিখে শীর্ষে বিজেপি

  • |
Google Oneindia Bengali News

ভেঙে গেল প্রথাম দফার নির্বাচনের রেকর্ড। এবার দ্বিতীয় দফার নির্বাচনে একাধিক রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিদের অপরাধের ইতিহাস দেখে চোখ কপালে তুলছেন অনেকেই। প্রসঙ্গত উল্লেখ্য ২৮ অক্টোবর শেষ হওয়া বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে ১ হাজার ৬৪ জনের প্রার্থীর মধ্যে ৩১ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা ছিল। সেখানে দ্বিতীয় দফার নির্বাচনে ১৪৬৩ জন প্রার্থীর মধ্যে ৩৪ শতাংশের বিরুদ্ধেই ফৌজদারি অপরাধের মামলা রয়েছে বলে জানা যাচ্ছে।

৯৪টি আসনে ভোট গ্রহণ শুরু ৩রা নভেম্বর

৯৪টি আসনে ভোট গ্রহণ শুরু ৩রা নভেম্বর

এদিকে আগামী ৩ নভেম্বরই শুরু হতে চলেছে বিহার বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন। মোট ২৪৩টি আসনের মধ্যে ভোট গ্রহন হবে ৯৪ টি আসনে। এদিকে ইতিমধ্যে প্রথম দফায় ৭১টি আসনের ভোটগ্রহণ পর্ব সারা হয়েছে। এবার দ্বিতীয় দফার ভোটের আগেই প্রার্থীদের সম্পত্তি ও অপরাধের রিপোর্ট কার্ড প্রকাশ করতে দেখা গেল পোল রাইটস গ্রুপ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের বা এডিআর-কে।

অপরাধী প্রার্থীর তালিকায় শীর্ষস্থানে আরজেডি-বিজেপি

অপরাধী প্রার্থীর তালিকায় শীর্ষস্থানে আরজেডি-বিজেপি

সদ্য প্রকাশি এডিআর-র রিপোর্টেই দেখা যাচ্ছে ১৪৬৩ জন প্রার্থীর মধ্যে ৫০২ জনের বিরুদ্ধেই রয়েছে খুন-ধর্ষণ-রাহাজানির মতো একাধিক ফৌজদারি মামলা। তারমধ্যে রাষ্ট্রীয় জনতা দলের ৫৬ জন প্রার্থীর মধ্যে ৩৬ জন বা সহজ কথায় ৬৪ শতাংশের বিরুদ্ধে রয়েছে এই জাতীয় মামলা। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের ৪৬ জন প্রার্থীর মধ্যে ৬৩ শতাংশ বা বলা ভালো ২৯ জনের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি অপরাধের মামলা।

 পিছিয়ে নেই জেডিইউ, এলজেপি, বিএসপিও

পিছিয়ে নেই জেডিইউ, এলজেপি, বিএসপিও

অন্যদিকে দ্বিতীয় দফার নির্বাচনে কংগ্রেসের ২৪ জন প্রার্থীর মধ্যে ১৪ জন বা সহজ কথায় ৫৮ শতাংশের বিরুদ্ধে রয়েছে এই ফৌজদারি অপরাধের মামলা। বিএসপি-র ৩৩ জন প্রার্থীর মধ্যে ১৬ জন প্রার্থী খুন-ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। লোক জনশক্তি পার্টি বা চিরাগ পাসোয়ানের এলজেপি-র ৫২ জন প্রার্থীর মধ্যে সংখ্যাটা ২৮। অন্যদিকে নীতীশ কুমারের জনতা দল একতা বা জেডিইউ-র ৫৩ জন প্রার্থীর মধ্যে ২০ জন বা বলা ভালো ৪৭ জনের বিরুদ্ধেই ফৌজদারি অপরাধের মামলা রয়েছে বলে জানা যাচ্ছে।

 কোটিপতি প্রার্থীর নিরিখে শীর্ষে কোন দল ?

কোটিপতি প্রার্থীর নিরিখে শীর্ষে কোন দল ?

এদিকে প্রায় দেড় হাজারের কাছাকাছি প্রার্থীদের মধ্যে ৪৯৫ কোটিপতি প্রার্থী রয়েছে বলেও এডিআর-র রিপোর্ট কার্ডে জানা যাচ্ছে। তালিকায় শীর্ষ স্থানে রয়েছে বিজেপি। তাদের কোটিপতি প্রার্থীর সংখ্যা ৩৯। কংগ্রেসের ২০, আরজেডি-র ৪৬, জেডিইউ-র ৩৫ এবং এলজেপি-র ১৮ জন প্রার্থীর কোটি টাকারও বেশি সম্পত্তি রয়েছে বলে খবর। যদিও মোট তালিকার নিরিকছে শীর্ষ স্থানে রয়েছেন বৈশালি কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়া পদপ্রার্থী সঞ্জীব সিং। তার মোট সম্পত্তির পরিমাণ ৫৬ কোটি ৬২ লক্ষ ৭৩ হাজার টাকারও বেশি।

পুলওয়ামা 'জঙ্গি হামলা' ইমরান সরকারের 'প্রাপ্তি' !পাকমন্ত্রীর বক্তব্যে নিজের জালে জড়িয়ে নাস্তানাবুদপুলওয়ামা 'জঙ্গি হামলা' ইমরান সরকারের 'প্রাপ্তি' !পাকমন্ত্রীর বক্তব্যে নিজের জালে জড়িয়ে নাস্তানাবুদ

English summary
criminal cases against 500 candidates in bihars second phase polls bjp tops in terms of millionaire candidates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X