For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে ম্যাচের আগে পাকিস্তানের জাতীয় সঙ্গীত! কোথায় ঘটল এমন ঘটনা

ম্যাচ শুরুর আগে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগে একাধিক ক্রিকেট টিমের বিরুদ্ধে মামলা দায়ের করল জম্মু ও কাশ্মীর পুলিশ। বেশ কয়েকজন খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ম্যাচ শুরুর আগে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগে একাধিক ক্রিকেট টিমের বিরুদ্ধে মামলা দায়ের করল জম্মু ও কাশ্মীর পুলিশ। বেশ কয়েকজন খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরের বান্দিপোরায়।

ম্যাচের আগে পাকিস্তানের জাতীয় সঙ্গীত, গ্রেফতার একাধিক খেলোয়াড়, কোথায় ঘটল এমন ঘটনা

৩ জানুয়ারিতে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুটি ক্রিকেট দল, যাদের একটি সবুজ এবং অপর দলটি সাদা পোশাকে রয়েছে। দুটি দলই দাঁড়িয়ে রয়েছে। সেখানে বাজছে পাকিস্তানের জাতীয় সঙ্গীত। প্রতিবেশী দেশের জাতীয় সঙ্গীতের তাল অনুযায়ী হাত নাড়ছেন খেলোয়াড়রা।

দুটি দলের বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা পুলিশ জানালেও, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বান্দিপোরার সিনিয়র পুলিশ সুপার শেখ জুলফিকার জানিয়েছেন একাধিক দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

ম্যাচের আগে পাকিস্তানের জাতীয় সঙ্গীত, গ্রেফতার একাধিক খেলোয়াড়, কোথায় ঘটল এমন ঘটনা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বান্দিপোরার আরিনে গোন্ডিপোরা এমসিসি এবং দার্দপোরা ক্রিকেট ক্লাবের মধ্যে ফাইনাল খেলার দিন ঘটনাটি ঘটে। পুলিশ ক্রিকেট ম্যাচের আয়োজকদের সন্ধান শুরু করেছে।

তবে কাশ্মীরে ক্রিকেট ম্যাচ ঘিরে গ্রেফতারের ঘটনা এবারই প্রথম নয়।

গত বছরের এপ্রিলে কাশ্মীরের গান্ডেরবালে ১১ কাশ্মীরী ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছিল। পাকিস্তান দলের জার্সি গায়ে দেওয়ার সঙ্গে প্রতিবেশী দেশের জাতীয় সঙ্গীত বাজানোর অভিযোগ উঠেছিল সেই সময়।

English summary
Cricket teams from Kashmir booked as Pakistan's national anthem played before match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X