বচসার জেরে ক্রিকেট মাঠে এক তরুণকে পিটিয়ে খুন
শ্রীকাকুলাম, ১২ জুলাই : খেলার মাঠই হয়ে উঠল খুনোখুনির জায়গা। খেলতে খেলতে বচসার জেরে মাঠেই খুন হতে হল ২০ বছরের এক তরুণকে।
শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম এলাকার বন্দিলিপুরম গ্রামে। জানা গিয়েছে, সেই গ্রামে দুই দলের মধ্যে ক্রিকেট ম্যাচ চলছিল। আচমকাই খেলাকে কেন্দ্র করে মাঠে দুই দলের খেলোয়াড়রা বচসায় জড়িয়ে পড়ে। ঘটনা হাতাহাতির আকার নেয়।

অভিযোগ, এর মধ্যে পামুলা কিশোর (২১) নামে এক তরুণ পট্ট অজয় কুমারকে (২০) মাটিতে ফেলে ব্যাট দিয়ে মারতে মারতে খুন করে ফেলে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ব্যাট দিয়ে মারার ফলেই মৃত্যু হয়েছে স্নাতকস্তরের ছাত্র অজয় কুমারের। অন্যদিকে ঘাতক পামুলা কিশোরও ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার পর থেকে পলাতক পামুলা কিশোর। অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।