For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সুপ্রিম' নির্দেশ অমান্য করে চলল বাজি ফাটানো!কলকাতা-দিল্লি-বেঙ্গালুরুতে বিষাক্ত ধোঁয়া ঘিরে চিন্তা

কালীপুজো তথা দিওয়ালিকে দূষণ নিয়ে সুপ্রিমকোর্টের নির্দেশ সত্ত্বেও বিষাক্ত ধোঁয়ার মেঘে ঢাকল কলকাতার আকাশ। রাতারাতি ১৮ ঘণ্টার মধ্যে কালীপুজো ও ছোটি দিওয়ালি উপলক্ষ্য়ে বাডি ফাটানোর পর্ব শুরু হতেই বিষাক্ত ধ

  • |
Google Oneindia Bengali News

কালীপুজো তথা দিওয়ালিকে দূষণ নিয়ে সুপ্রিমকোর্টের নির্দেশ সত্ত্বেও বিষাক্ত ধোঁয়ার মেঘে ঢাকল কলকাতার আকাশ। রাতারাতি ১৮ ঘণ্টার মধ্যে কালীপুজো ও ছোটি দিওয়ালি উপলক্ষ্য়ে বাডি ফাটানোর পর্ব শুরু হতেই বিষাক্ত ধোঁয়া ধূসর হতে থাকে চারিদিক। দূষণের মাত্রা নির্ণয় করতে গিয়ে দেখা যায়, বিকেলের পর থেকে কলকতায় পিএম ২.৫ থেকে বেড়ে ভোর রাতে ৫৬ -এ গিয়ে দাঁড়িয়েছে। যা নিঃসন্দেহে শহরবাসীর জন্য আতঙ্কের কারণ।

সুপ্রিম নির্দেষ অমান্য করে চলল বাজি ফাটানো!কলকাতা-দিল্লি-বেঙ্গালুরুতে বিষাক্ত ধোঁয়া ঘিরে চিন্তা

রাজধানী দিল্লিতে বায়ুদূষণ নিয়ে প্রশাসনিক কড়াকড়ি থাকলেও , সেখানে বায়ু দূষণের পরিস্থিতি 'খারাপ' থেকে 'খুব খারাপ'-এ আবারও নেমে এসেছে। দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স বলছে ,
সেই সময় রাত ১১ টার সময় এই মাত্রা ছিল ৩০২। উল্লেখ্য, সুপ্রিমকোর্ট বাজি ফাটানোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেও দিল্লিতে তা অমান্য করেই বিভিন্ন জায়গায় চলেছে বাজি ফাটানোর হিড়িক।
অন্যদিকে, কলকাতা ও এরাজ্যের বিভিন্ন জায়গা থেকেও একই রকমের অভিযোগ উঠে আসছে। সন্ধ্যে ৮ টা থেকে ১০ টা পর্যন্ত বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিমকোর্ট। কিন্তু তাকে কার্যত তোয়াক্কা করতেই দেখা যায়নি বিভিন্ন জায়গায়।

এদিকে, গালিচা শহর বেঙ্গালুরুতেও দিওয়ালির রাতে আকাশ ঢেকে যায় বিষাক্ত ধোঁয়ায়। এছাড়াও রাত্রি ১০ টার পরও বিভিন্ন জায়গায় শব্দ বাজি ফাটানো হয়েছে। বহু জায়গা থেকেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠে আসছে। কর্ণটকের রাজ্য দূষণ পর্ষদ থেকে সাফ জানানো হয়, কোথাও গিয়ে বাজি ফাটানো বন্ধ করা তাঁদের পক্ষে সম্ভব নয়।

English summary
Crackers, cloud cover turn Kolkata air poisonous overnight .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X