For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উঠল লাল মরু-ঝড়! রাজস্থান বিধানসভায় ফলে ‘কামব্যাকে’র স্বপ্ন দেখছে সিপিএম

বাংলা ও ত্রিপুরায় সিপিএম তথা বামফ্রন্টের সুদিন এখন অস্তমিত। দেশের মধ্যে একমাত্র কেরলে টিকটিক করে জ্বলছে সিপিএম। এই অসময়েও এবার মরুরাজ্যে খাতা খুলল সিপিএম।

  • |
Google Oneindia Bengali News

বাংলা ও ত্রিপুরায় সিপিএম তথা বামফ্রন্টের সুদিন এখন অস্তমিত। দেশের মধ্যে একমাত্র কেরলে টিকটিক করে জ্বলছে সিপিএম। এই অসময়েও এবার মরুরাজ্যে খাতা খুলল সিপিএম। ২০১৩ সালে তারা একটি আসনেও জিততে পারেনি, তবে রাজস্থান থেকে দুটি আসনে জয় পেলেন সিপিএমের প্রার্থীরা। ভদ্রা ও দুঙ্গারগড়ে জয়ী হল সিপিএম।

উঠল লাল মরু-ঝড়! রাজস্থান বিধানসভায় ফলে ‘কামব্যাকে’র স্বপ্ন দেখছে সিপিএম

সিপিএম ২৩ হাজারের বেশি আসনে জয়ী বলে ঘোষিত হয়েছে রাজস্থানের দুঙ্গারগড় আসনে। আর এই রাজ্যেরই ভদ্রা আসনে সিপিএম ৭০ হাজারেরও বেশি আসনে এগিয়ে রয়েছে। এই আসনেও তাঁদের জয় এখন স্রেফ সময়ের অপেক্ষা। এবার রাজস্থানে সিপিএমের জনসভায় লোক সমাগম হচ্ছিল চোখে পড়ার মতো। তা যে ফ্লুক নয়, তা যে ভোট বাক্সে পর্য়বসিত হয়েছে, তার প্রমাণ মিলল ফলাফল প্রকাশ হতেই।

এবার রাজস্থানে সাত রাজনৈতিক দল মিলে তৈরি করেছিল রাজস্থান লোকতান্ত্রিক মোর্চা। এই জোটে ছিল সিপিএম, সিপিআই, সমাজবাদী পার্টি, সিপিআই(এমএল), রাষ্ট্রীয় লোকদল, জনতা দল, জনতা দল (সেকুলার), মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি। সিপিএম রাজস্থানে মোট ২৯টি আসনে লড়াই করেছে।

English summary
CPM wins two seats in Rajasthan Assembly Election 2018. CPM cannot win any seat in 2013 election. Now CPM dreams to comeback,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X