For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট নিয়ে কী মত সিপিএম সাধারণ সম্পাদক ইয়েচুরির

প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাম প্রসঙ্গে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কী জানালেন।

  • |
Google Oneindia Bengali News

ডিএমকে প্রেসিডেন্ট এমকে স্তালিন বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাম প্রস্তাব করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে রাহুল যোগ্য ব্যক্তি। নরেন্দ্র মোদীর সরকারকে সরাতে রাহুলই যোগ্য ব্যক্তি বলেও দাবি করেছেন তামিলনাড়ুর এই ডিএমকে নেতা। এই প্রসঙ্গে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, এই বিষয়ে বিরোধী শিবির পরে সিদ্ধান্ত নেবে।

রাহুল নেতা এখনই নয়

রাহুল নেতা এখনই নয়

সীতারামের কথায়, স্তালিনের অধিকার রয়েছে নিজের মত ব্যক্ত করার। আমরা তাঁর কথায় সায় দিতে পারছি না। ২০১৯ সালের লোকসভা ভোট মিটে যাওয়ার পরই বিরোধীরা এই নিয়ে সিদ্ধান্ত নেবে।

কেন মহাজোটে সিপিএম

কেন মহাজোটে সিপিএম

দিল্লিতে মহাজোটের আলোচনাসভায় সিপিএমের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসও উপস্থিত ছিল। এই প্রসঙ্গে ইয়েচুরি বলেন, আমরা বৈঠকে ছিলাম কারণ উদ্দেশ্য ছিল বিজেপি বিরোধী ভোট যাতে ছড়িয়ে না যায় সেটা নিয়ে আলোচনা করা। জোট তৈরির বৈঠক সেটি ছিল না।

[আরও পড়ুন: বিরোধী মহাজোট-এ দলবল নিয়ে নাম লেখাচ্ছেন সদ্য প্রাক্তন মোদী মন্ত্রিসভার সদস্য ][আরও পড়ুন: বিরোধী মহাজোট-এ দলবল নিয়ে নাম লেখাচ্ছেন সদ্য প্রাক্তন মোদী মন্ত্রিসভার সদস্য ]

মমতা বিরোধিতা চলবে বাংলায়

মমতা বিরোধিতা চলবে বাংলায়

সীতারাম স্পষ্ট করে জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে আলাদা করে কোনও জোট সিপিএম করবে না। বাংলায় মমতা বিরোধিতার সুর একই থাকবে। কারণ সিপিএমের স্লোগান - মমতা হটাও বাংলা বাঁচাও ও মোদী হটাও দেশ বাঁচাও -এর ওপরে দাঁড়িয়েই সিপিএম রাজনীতি করবে বলে জানিয়েছেন সীতারাম।

[আরও পড়ুন:রাহুল গান্ধীর বিরোধিতা করে তৃণমূলের পাশে দাঁড়াল সিপিআই ][আরও পড়ুন:রাহুল গান্ধীর বিরোধিতা করে তৃণমূলের পাশে দাঁড়াল সিপিআই ]

English summary
CPM will fight against Mamata Banerjee's govt despite being in the Grand Alliance, says Sitaram Yechury
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X