কংগ্রেসকে হারিয়ে ‘ইতিহাস’ গড়ে ক্ষমতায় ফিরবে সিপিএম! জনমত সমীক্ষায় আভাস
কেরালায় কংগ্রেসকে হারিয়ে সিপিএম প্রত্যাবর্তনের ইতিহাস গড়তে পারে বলে পূর্বাভাস মিলেছে সি-ভোটার জনমত সমীক্ষায়। ২০২১-এর কেরালা বিধানসভা নির্বাচনে ধারার বিপরীতে পালাবদল হওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ। ক্ষমতাসীন সিপিএম নেতৃত্বাধীন এলডিএফের ফিরে আসার ইঙ্গিত মিলল জনমত সমীক্ষায়। কংগ্রেসের আশা ক্ষীণ সি-ভোটারের সমীক্ষায়।

কেরলে ক্ষমতায় ফিরবে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ
সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফকে হারিয়ে কেরলে ক্ষমতায় ফিরবে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ। এলডিএফ এবার ৭৮ থেকে ৮৬টি আসন পেতে পারে বলে আভাস মিলেছে সমীক্ষায়। ১৪০ আসনবিশিষ্ট কেরালা বিধানসভায় ম্যাজিক ফিগার ৭১। প্রথম সমীক্ষায় ৮৩ থেকে ৯৯টি আসন পাওয়ার সম্ভাবনা দেখিয়েছিল সি ভোটার-টাইমস নাউ।

কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ কেরালাপ নির্বাচনে
সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের এবার ক্ষমতায় ফেরার সম্ভাবনা নেই। কংগ্রেস জোট এবারের নির্বাচনে পেতে পারে ৫২ থেকে ৬০টি আসন। প্রথম সমীক্ষা অনুযায়ী কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা ৪৭ থেক ৫৫টি আসন দেখিয়েছিল। ফলে ম্যাজিক ফিগারের থেকে অনেক আগেই থমকে যাবে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ।

সিপিএম ক্ষমতায় ফিরতে পারে পুরনো রেকর্ড ভেঙে
এবার কেরালার নির্বাচনে ধারা অনুয়ায়ী সিপিএমকে হারিয়ে কংগ্রেসের ফেরার কথা। ২০১৬-র নির্বাচনে সিপিএম জয়লাভ করেছিল। সেইমতো ২০২১-এ কংগ্রেসের ফেরা ছিল সময়ের অপেক্ষা। কিন্তু এবার ফের ইতিহাসের বদল ঘটিয়ে পিনারাই বিজয়ন সরকারের প্রত্যাবর্তন হতে পারে বলে আভাস মিলেছে সমীক্ষায়। সিপিএম ক্ষমতায় ফিরতে পারে পুরনো রেকর্ড ভেঙে।

২০১৬ সালের নির্বাচনী ফলাফল
উল্লেখ্য ২০১৬ সালে ১৪০ আসনের মধ্যে ৯১টি আসন দখল করে ক্ষমতায় এসেছিল সিপিএম নেতত্বাধীন বামজোট। তাদের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস জোট পেয়েছিল মাত্র ৪৭টি আসন। আগেরবারের তুলনায় ২৫টি আসন কমেছিল কংগ্রেসের। আর সিপিএমের বেড়েছিল ২৩টি আসন। এবার সিপিএমের আসন সংখ্যা কমলেও ম্যাজিক ফিগার তারাই পেরোবে বলে আভাস সমীক্ষায়।