For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট সন্ত্রাসের প্রতিবাদে কমিশনের দরজায় বিক্ষোভে বিমান-সূর্যরা, দেখাই করলেন না কমিশনার

ভোট সন্ত্রাসের বিরুদ্ধে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। তবে কমিশনার অমরেন্দ্র সিং বাম নেতাদের সঙ্গে দেখাই করলেন না।

  • |
Google Oneindia Bengali News

রাজ্য জুড়ে ভোট সন্ত্রাসের অভিযোগে দল বেঁধে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে কমিশনার অমরেন্দ্র সিংয়ের কাছে লিখিত অভিযোগ সহকারে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। তবে কমিশনার অমরেন্দ্র সিং বাম নেতাদের সঙ্গে দেখাই করলেন না।

ভোট সন্ত্রাসের প্রতিবাদে কমিশনের দরজায় বিক্ষোভে বিমান-সূর্য

[আরও পড়ুন: নির্দিষ্ট সময়ের আগেই শেষ ভোট! এই জেলার ৭০ % বুথের কর্মীরা ফিরলেন সেক্টর অফিসে][আরও পড়ুন: নির্দিষ্ট সময়ের আগেই শেষ ভোট! এই জেলার ৭০ % বুথের কর্মীরা ফিরলেন সেক্টর অফিসে]

কমিশনারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তিনি দেখা করতে পারবেন না। যদি কোনও অভিযোগ থাকে বা ডেপুটেশন জমা করার থাকে তাহলে তা সেক্রেটারির কাছে জমা দিতে হবে।

যদিও তা শুনে বিমান বসুরা স্পষ্ট জানিয়ে দেন, অন্য কারও হাতে ডেপুটেশন তাঁরা জমা দেবেন না। যার পরে কমিশনের দফতরের সামনেই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। সামনের রাস্তায় বসে পড়েছেন সিপিএম নেতারা। বিমান বসু সাংবাদিকদের বলেছেন, নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। কোথাও ব্যালট বাক্সে আগুন জ্বালানো হয়েছে, কোথাও জল ঢেলে দেওয়া হয়েছে।

তার সঙ্গে রাজ্য জুড়ে সন্ত্রাস চলেছে। এরই প্রতিবাদে বামেরা ডেপুটেশন জমা করতে এসেছিল। তবে কমিশনার দেখা না করায় অবস্থান বিক্ষোভে বসা হয়েছে।

এদিকে কাকদ্বীপে সিপিএম নেতা ও তাঁর স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় দেহ নিয়ে সুজন চক্রবর্তী ও কান্তি গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে আর একটি দল কমিশনের সামনে বিক্ষোভ দেখাতে আসছে। সবমিলিয়ে কমিশনের দফতরের সামনে ফের একবার উত্তপ্ত পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে।

[আরও পড়ুন:ভোট বাতিলের দাবিতে এবার মামলার গেরোয় পড়তে চলেছে পঞ্চায়েতের ভবিষ্যৎ][আরও পড়ুন:ভোট বাতিলের দাবিতে এবার মামলার গেরোয় পড়তে চলেছে পঞ্চায়েতের ভবিষ্যৎ]

English summary
CPM leaders protesting in front of State Election Commissioner office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X