For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৬ জুন দেশব্যাপী প্রতিবাদ! সিপিএম-এর প্রথম ভার্চুয়াল পলিটব্যুরোর বৈঠকে তোলা হল নানা দাবি

১৬ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি নিল সিপিএম। তবে তা হবে সামাজিক দূরত্ব নেমেই। তাদের দাবি অতিরিক্ত কাজের দিন, করোনা সংকটের কারণে যাঁরা কাজ হারিয়েছেন, তাঁদের জন্য রেশনের ব্যবস্থা।

  • |
Google Oneindia Bengali News

১৬ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি নিল সিপিএম। তবে তা হবে সামাজিক দূরত্ব নেমেই। তাদের দাবি অতিরিক্ত কাজের দিন, করোনা সংকটের কারণে যাঁরা কাজ হারিয়েছেন, তাঁদের জন্য রেশনের ব্যবস্থা। দলের প্রথম ভার্চুয়াল পলিটব্যুরো বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা মোকাবিলায় নির্দেশিকা বদল কেজরিওয়াল সরকারের! দিল্লিতে আগতদের জন্য নতুন ঘোষণাকরোনা মোকাবিলায় নির্দেশিকা বদল কেজরিওয়াল সরকারের! দিল্লিতে আগতদের জন্য নতুন ঘোষণা

কাজ হারিয়েছেন ১৫ কোটি

কাজ হারিয়েছেন ১৫ কোটি

সিপিএম-এর তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দেশের বেকার সংখ্যার সঙ্গে যুক্ত হয়েছে ১৫ কোটি মানুষের নাম। এইসব মানুষগুলো জীবিকার সমস্ত উপায় হারিয়েছে।

১৬ জুন দেশব্যাপী প্রতিবাদ

১৬ জুন দেশব্যাপী প্রতিবাদ

সিপিএম পলিটব্যুরোর তরফে ১৬ জুন দেশব্যাপী প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে। বর্তমান সমস্ত নিয়ম মেনেই এই প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

সিপিএম-এর দাবি

সিপিএম-এর দাবি

সিপিএম-এর তরফে দাবি করা হয়েছে, যাঁরা আয়করের বাইরে রয়েছেন, এমন পরিবারগুলিতে পরবর্তী ছয়মাসের জন্য প্রতি মাসে ৭৫০০ টাকা করে দিতে হবে। এছাড়াও প্রত্যেককে পরবর্তী ছয়মাসের জন্য প্রতিমাসে ১০ কেজি করে খাদ্যশস্য দিতে হবে। এমএনআরইজিএ-তে ২০০ দিনের কাজ দেওয়ারও দাবি তোলা হয়েছে সিপিএম-এর তরফ থেকে। সঙ্গে মজুরি বৃদ্ধিরও দাবি তোলা হয়েছে। পাশাপাশি শ্রমআইন রদ করে সরকারি উদ্যোগগুলির বেসরকারিকরণ বন্ধ করার দাবিও জানানো হয়েছে।

সিপিএম-এর দাবি, কেন্দ্রের দেওয়া প্যাকেজও যথাযথ নয়।

কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে ভার্চুয়ালি

কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে ভার্চুয়ালি

কোভিড সংকটের কারণে সিপিএম সিদ্ধান্ত নিয়েছে, তাদের কেন্দ্রীয় কমিটির বৈঠকও হবে ভার্চুয়ালি। জুলাই মাসে এই বৈঠক হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

English summary
CPM has decided to calls for nationwide protest on 16 June in their 1st Virtual politbureau meeting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X