For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর আবেদন 'নিষ্ফলা'! ত্রিপুরায় এখনও চলছে 'হামলা', কী বলছে বিজেপি

ত্রিপুরায় ফের সিপিএম পার্টি অফিস এবং কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ। হামলায় আহিদুর রহমান নামে এক নেতা আহত হয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরায় ফের সিপিএম পার্টি অফিস এবং কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ। হামলায় আহিদুর রহমান নামে এক নেতা আহত হয়েছেন।
দিন দুয়েকের মধ্যে সিপিএম-এর দুটি দলীয় অফিসে ভাঙচুর চালানো হয়। ঘটনায় সিপিএম-এর অভিযোগের তির বিজেপি ও আইপিএফটির দিকে। সিপিএম-এর তরফে অভিযোগ, বেশ কয়েকজন সিপিএম কর্মী এবং এক নেতা আহত হয়েছেন।

মুখ্যমন্ত্রীর আবেদন নিষ্ফলা! ত্রিপুরায় এখনও চলছে হামলা, কী বলছে বিজেপি

সিপিএম-এর অভিযাগ, হামলাকারীরা অফিসের আসবাব ভাঙচুর করেছে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ কাগজ লুঠ করেছে বলেও অভিযোগ।
স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সিপিএম-এর সোনামুড়া সাব ডিভিশনার অফিসে হামলার ঘটনায় আহিদুর রহমান নামে এক নেতা আহত হন। সিপিএম-এর মানিক ভাণ্ডার অফিসেও বিজেপির হামলায় আসবাব ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি সিপিএম-এর।

এর আগে সিপিএম কর্মী উৎপল দাসকে মারধরের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। রানিবাজারের সিপিএম কর্মী সম্রাট ভট্টাচার্যকেও মারধর করা হয় বলে অভিযোগ।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকে এক টানা সিপিএম-এর কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা চলছে বলে অভিযোগ। রাজ্যে আইনের শাসন নেই বলেও সিপিএম-এর তরফে অভিযোগ করা হয়েছে।

যদিও বিজেপি কিংবা আইপিএফটির তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

English summary
CPM has accused BJP and IPFT supporters of vandalising two of its Tripura offices
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X