For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্ধু ব্যবসায়ীদের কেন্দ্র মদত দিয়েছে বলেই আজ ইয়েস ব্যাঙ্ক সংকটে, নিশানা সিপিএমের

  • |
Google Oneindia Bengali News

ইয়েস ব্যাঙ্ক সংকটকে পুঁজিবাদের সবথেকে খারাপ রূপ হিসাবে শনিবার ব্যাখ্যা করতে দেখা গেল সিপিএমকে। শনিবার তারা বলে যে ইয়েস ব্যাংকের 'ধস' বর্তমানে প্রাইভেট ব্যাঙ্ক গুলির কার্যকারিতা এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সময়মতো হস্তক্ষেপের ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে।

ইয়েস ব্যাঙ্ক সংকট নিয়ে কেন্দ্রকে আক্রমণ সিপিএমের


সিপিএমের পলিটব্যুরো কর্তৃক প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, বিজেপির নেতৃত্বাধীন পূর্ববর্তী এনডিএ সরকারের সরকারের শাসনকালেই এই ব্যাঙ্কের ঋণের বোঝা সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। উল্লেখযোগ্য ভাবে দেখা যায় ২০১৪ সালের মার্চ মাস থেকে তাদের ৫৫,৬৩৩ কোটি টাকা ঋণের বোঝা বাড়তে বাড়তে ২০১৯ সালে তা বেড়ে ২,৪১,৯৯৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।

আরবিআইকে অবিলম্বে ইয়েস ব্যাঙ্কের গ্রহকদের জন্য ৫০,০০০ টাকার প্রত্যাহারের সীমা বাতিল করারও অনুরোধ জানাতে দেখা গেছে সিপিএমের তরফে। পাশাপাশি ওই বিবৃতিতে আরও বলা হয়, “খতিয়ে দেখলে দেখা যায় বিগত কয়েক বছরে কেন্দ্রের মদতপুষ্ট পুঁজিপতিদের বিশালাকার ঋণ দেয় ইয়েস ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এর আগে একাধিক ঋণ খেলাপির অভিযোগ থাকলেও অনিল আম্বানির মতো বৃহত পুঁজিপতিদের তারপরেও লোন পাইয়ে দেয় মোদী সরকার।”

English summary
CPI's statement on Yes Bank crisis, RBI guidelines on Yes Bank, worst form of capitalism, CPIM’s statement about Yes Bank
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X