For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরএসএস-এর 'মতে' সায় কর্মরত বিচারপতির! ইমপিচমেন্ট নিয়ে প্রস্তাব

মেঘালয় হাইকোর্টের বিচারপতি সুদীপ রঞ্জন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার ব্যাপারে চিন্তা ভাবনা করছে সিপিএম নেতৃত্ব।

  • |
Google Oneindia Bengali News

মেঘালয় হাইকোর্টের বিচারপতি সুদীপ রঞ্জন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার ব্যাপারে চিন্তা ভাবনা করছে সিপিএম নেতৃত্ব। অভিযোগ, বিচারপতি সেন সম্প্রতি মন্তব্য করেছিলেন, ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত। সেই মন্তব্যের জেরেই ইমপিচমেন্টের চিন্তাভাবনা বলে জানা গিয়েছে।

আরএসএস-এর মতে সায় কর্মরত বিচারপতির! ইমপিচমেন্ট নিয়ে প্রস্তাব

মেঘালয় সরকারের তরফ থেকে এক ব্যক্তিকে বাসস্থানের সার্টিফিকেট দেওয়া হয়নি। যার জেরে সেই ব্যক্তি আদালতে আবেদন করেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সেই আবেদনের নিষ্পত্তি করতে গিয়েবিচারপতি বলেন, উপমহাদেশে দেশভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। ভাগ হওয়ার পর পাকিস্তান নিজেদের মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল। সেই পথে গিয়ে ভারতকেও হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত।

বিচারপতি সেনের বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে সিপিএম-এর তরফ থেকে। তাদের মতে হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করার অধিকার হারিয়েছেন বিচারপতি সেন। বিচারপতিকে সরানোর বিষয়টি নিয়ে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে সংসদের অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে সিপিএম-এর তরফে। দেশের প্রধান বিচারপতিকে ইতিমধ্যেই বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে বলে জানা গিয়েছে।

বিবৃতিতে সিপিএম-এর অভিযোগ, বিচারপতি সেন যে মন্তব্য করেছেন, তা দেশের সংবিধানের বিরোধী। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ। সুপ্রিম কোর্ট এর আগে বলেছিল, সংবিধানের মৌলির বৈশিষ্ট্য হল ধর্মনিরপেক্ষতা।
বিচারপতি সেন আরএসএস-এর হিন্দু রাষ্ট্রের পক্ষে মত দিয়ে নিজের রাজনৈতিক মতাদর্শ তুলে ধরেছেন বলে অভিযোগ করেছে সিপিএম।

English summary
India should have been declared a Hindu country, said Justice Sudip Rajan Sen of Meghalaya High Court.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X