For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালকেল্লায় আরএসএস 'অন্য' পতাকা লাগিয়েছে ! সেলিমের দাবি ঘিরে তোলপাড়

  • |
Google Oneindia Bengali News

লালকেল্লার বুকে প্রজাতন্ত্র দিবসের দিন তেরঙ্গার জায়গায় অন্য পতাকা তোলার ঘটনা নিয়ে এদিনও সরগরম ছিল গোটা দেশ। এদিকে, পতাকা তোলার নেপথ্যে কে রয়েছে তা নিয়ে বিতর্কের মাঝেই বিস্ফোরক বক্তব্য পেশ করেছেন মহম্মদ সেলিম।

হিংসার নেপথ্যে পাকিস্তান, দাবি রাওয়াতের

হিংসার নেপথ্যে পাকিস্তান, দাবি রাওয়াতের

এদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত জানিয়েছেন, দিল্লির বুকে হিংসার ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে। তাঁর দাবি হিংসা পরিকল্পনা মাফিক ছড়ানো হয়েছে।

 'আরএসএস পতাকা তুলেছে'

'আরএসএস পতাকা তুলেছে'

এদিকে, হলদিয়ায় বামেদের সভা থেকে মহম্মদ সেলিম অভিযোগ তোলেন যে 'দিল্লির ঘটনা আরএসএস করেছে।' তিনি দাবি করেছেন যে , দিল্লিতে লালকেল্লায় যে পতাকা উত্তোলন করা হয়েছে, তা কৃষকরা করেননি বরং আরএসএস করেছে।

কংগ্রেসের তোপে আপ

কংগ্রেসের তোপে আপ

আম আদমি পার্টির কিছু সদস্য সেদিনের লালকেল্লায় উপস্থিত ছিলেন বলে দাবি তুলেছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, ' এই ঘটনার পর দফতরে থাকার সমস্ত অধিকার খুইয়েছেন কেজরিওয়াল।'

কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি

কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি

এদিকে, কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি সরব হয়ে এদিবন দাবি করেছে যে কংগ্রেসের উস্কানিতেই বারবার দেশে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তাঁদের দাবি, কৃষকদের উস্কানি দিয়েছে কংগ্রেস। এদিন এমনই বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

English summary
CPIM leader Selim alleged RSS for Lalquilla issue, Uttarakhand CM accuses Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X