For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় নিষিদ্ধ মাওবাদী সংগঠন

Google Oneindia Bengali News

এবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করল সিপিআই (মাওবাদী)। কেন্দ্রের তরফে নিষিদ্ধ এই সংগঠন। ছত্তিসগড়ের দারভা আঞ্চলিক কমিটির সচিব সাইনাথ এই বিষয়ে একটি প্রেস নোট জারি করেছে। এই প্রথম নিষিদ্ধি সংগঠনটি সিএএ-র বিরোধে জনসমক্ষে মুখ খুলল।

এবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় নিষিদ্ধ মাওবাদী সংগঠন

সাইনাথের প্রেসনোটে লেখা, 'দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যেই আন্দোলন গড়ে উঠেছে,সিপিআই (মাওবাদী) তাকে সমর্থন করে। যেই নাগরিকরা ভারতে এত বছর ধরে রয়েছে তাদেরকে কোনও মতেই বিতারিত করা যায় না।'

প্রসঙ্গত, নতুন এই আইনে শর্ত দেওয়া হয়েছে ৩১ ডিসেম্বর ২০১৪ বা তার আগে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যে সমস্ত অমুসলিম শরণার্থীরা ভারতে এসেছেন, তাঁদের প্রত্যেককেই নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ, হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পারসি বা জৈন ধর্মের যেই লোকেরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে থেকে ভারতে বসবাস করেছেন, তারা ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন। তবে এরপরে এনআরসি এলে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে এই ভয়ে দেশ জুড়ে সিএএ-এনআরসি বিরোধী প্রতিবাদ চলছে।

এই প্রতিবাদ বহু জায়গাতেই হিংসার রূপ নেয়। এর মধ্যে উত্তরপ্রদেশে দেখা যায় ব্যাপক হিংসার ছবি। সরকারি মতে, উত্তরপ্রদেশে একের পর এক হিংসায় ২০ টি মটরসাইকেল, ১০ টি গাড়ি, ৩ টি বাস, ৪ টি মিডিয়া ওবি ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে। এদিকে সিএএ-র প্রতিবাদে উত্তরপ্রদেশে গতমাসে ১৬ জনের মৃত্যু হয়েছে। এই হিংসার জেরেই গ্রেফতার করা হয় ৭০৫ জনকে। এর আগে উত্তর-পূর্বেও ব্যপক প্রতিবাদ হয় এই আইনের বিরুদ্ধে। অসমে প্রতিবাদের প্রথম দিনেই পাঁচজন প্রাণও হারান।

English summary
cpi maoist issues press note supporting anti caa protest in country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X