For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংকটকালে বড় যোগদান, বাম ছেড়ে কংগ্রেসে কানহাইয়া কুমার, 'হাত' ধরলেন জিগনেশও

সংকটকালে বড় যোগদান, বাম ছেড়ে কংগ্রেসে কানহাইয়া কুমার, 'হাত' ধরলেন জিগনেশও

Google Oneindia Bengali News

সংকটের মাঝেও সুখবর এল কংগ্রেসে। কানহাইয়া কুমার এবং দলিত নেতা জিগনেশ মেওয়ানি যোগ দিলেন কংগ্রেসে। রাহুল গান্ধীর উপস্থিতিতেই এই মেগা যোগদান হল কংগ্রেসে। এদিকে আবার পাঞ্জাবে কংগ্রেসের তীব্র সংকট তৈরি হয়েছে। পদ ছেড়েছে নভজ্যোত সিং সিধু। অন্যদিকে আবার অমরিন্দর সিংয়ের বিজেপিতে যোগদানের জল্পনা পারদ চড়তে শুরু করেছে।

কংগ্রেসে কানহাইয়া

কংগ্রেসে কানহাইয়া

কংগ্রেসে যোগ দিলেন সিপিএই নেতা কানহাইয়া কুমার। আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল কানহাইয়ার দল বদল নিয়ে। বামেদের সাম্প্রতিক কালের শক্তিশালী নেতা কানহাইকা। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে প্রভাবশালী ছাত্র নেতা কানহাইয়া। লোকসভা ভোটে প্রার্থীও হয়েছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি বেগুসরাইয়ের ছেলে। শেষে বামে সংগঠনে হালে পানি না পেয়ে কংগ্রেেস যোগ দিলেন তিনি। জেনএনইউতে তোলা কানহাইয়ার স্লোগান ইয়ে আজাদি ঝুটা হ্যায় শোরগোল ফেলে দিয়েছিল রাজনৈতিক মহলে। তিনি হঠাৎ করে বাম পন্থী থেকে ডানপন্থী হয়ে যাবেন সেটা অনেকেই প্রথমে আঁচ করতে পারেননি। তবে জল্পনা শুরু হয়েছিল আগে থেকেই। সেই জল্পনাই সত্যি হল অবশেষে। কানহাইয়া কুমারকে বিহারে মুখ করে ঝাঁপাতে চাইছে কংগ্রেস।

কংগ্রেসে জিগনেশ

কংগ্রেসে জিগনেশ

গুজরাতে বিধানসভা নির্বাচনের আগে বড় দলবদল। কংগ্রেসে যোগ দিলেন দলিত নেতা জিগনেশ মেওয়ানি। কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে আজ দলিত নেতা ও বিধায়ক জিগনেশকে কংগ্রেসে যোগদান করানো হয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপস্থিতিতেই তিনি যোগ দেন কংগ্রেসে। গুজরাতে বিধানসভা ভোটের আগে দলিত নেতার এই পদক্ষেপ জল্পনা বাড়িয়েছে রাজনৈতিক মহলে। গুজরাতে সংগঠনকে শক্তিশালী করতে জিগনেশকে দায়িত্ব দিতে চাইছে কংগ্রেস। সূত্রের খবর এবার দলিত ইস্যুতেই গুজরাতের মাটি গরম করবে কংগ্রেস। ইতিমধ্যেই তার ইঙ্গিত দিয়েছেন হার্দিক প্যাটেল। জিগনেশ কংগ্রেসে যোগ দেওয়ায় সেই আন্দোলন আরও জোরদার হবে তার ইঙ্গিত মিলেছে।

পাঞ্জাব কংগ্রেসে সংকট

পাঞ্জাব কংগ্রেসে সংকট

পাঞ্জাব কংগ্রেসে তীব্র সংকট তৈরি হয়েছে। হঠাৎ করে পাঞ্জাব কংগ্রেসের সভাপতির পদ থেকে নভজ্যোত সিং সিধুর পদত্যাগ জল্পনা বাড়িয়েছে। অন্যদিতে আবার ক্যাপ্টেন দল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। আমরিন্দর সিংয়ের দিল্লি সফর ঘিরে পারদ চড়ছে। কয়েকদিন আগেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। হঠাৎ করে কংগ্রেসের এই টালমাটাল পরিস্থিতি জল্পনা বাড়িয়েছে। এদিকে আবার সামনে কংগ্রেসের বিধানসভা ভোট।

ভাঙছে কংগ্রেস

ভাঙছে কংগ্রেস

গত কয়েক মাসে কংগ্রেসের অন্দরে একাধিক ভাঙন দেখা গিয়েছে। অসমে কংগ্রেস েছড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সুস্মিতা দেব। তিনি আবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে গোয়াতেও কংগ্রেস ছেড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি চিঠি লিখে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন কংগ্রেসে আর কিছু নেই। তারপরেই তাঁর তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা শুরু হয়ে গিয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Kanhaia Kumar Joins Congress update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X