'ট্রাম্পের ভারত সফরের বিরোধিতায় নামুক বাম দলগুলি'
ট্রাম্পের ভারত সফরের বিরোধিতা করুক সকল বাম দলগুলি। এমনই দাবি করলেন সিপিআই-এর সাধারণ সম্পাদক তথা সাংসদ ডি রাজা।

'আমেরিকা বিশ্বের উপর তার পৈশাচিক নীতি চাপিয়ে দিচ্ছে'
ডি রাজা বলেন, 'এটা গুরুতর উদ্বেগের বিষয় যে, ভারত সরকার একটি স্বাধীন বিদেশ নীতি অনুসরণ না করে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির চাপের কাছে ঝুঁকে পড়েছে। আমেরিকা বিশ্বের উপর তার পৈশাচিক নীতি ও প্যালেস্তিনের প্রতি তার শত্রুতা সহ অনেক বিষয় বিশ্বের উপর চাপিয়ে দিচ্ছে। ইরান এবং অন্যান্য দেশগুলির উপরও আমেরিকার যেই আক্রোশ সেই মতো নীতি চাপানো হচ্ছে।'

২ দিনের সফরে ২৪ ফেব্রুয়ারি ভারতে আসছেন ট্রাম্প
২৪ ফেব্রুয়ারি দুই দিনের সফরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সফরে আসবেন আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। জানা গিয়েছে সেই সফরে এবার অতিথিদের তালিকাতে যোগ হচ্ছে ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্পের নামও।

'হাউডি মোদী'র অনুকরণেই 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠান
২৪ ফেব্রুয়ারি ট্রাম্প গুজরাতের আহমেদাবাদে পৌঁছাবেন সকাল ১১টার সময়। তাঁকে এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বায়ুসেনার বিমানে করে সস্ত্রীক ট্রাম্প আসবেন বলে জানা গিয়েছে। রোডশোয়ের পর দুই নেতা পৌঁছাবেন মোতেরা স্টেডিয়ামে। নব নির্মিত ক্রিকেট স্টেডিয়ামে ট্রাম্পকে স্বাগত জানানো হবে। এই অনুষ্ঠানে এক থেকে দেড় লক্ষ মানুষ যোগ দেবেন। দুপুর সাড়ে বারোটার সময় দুই নেতা এই অনুষ্ঠানে আসবেন এবং একসঙ্গে বক্তৃতা করবেন। আমেরিকায় 'হাউডি মোদী'র অনুকরণেই ভারতে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানটি হবে।

রাষ্ট্রপতি ভবনে সম্বর্ধনা দেওয়া হবে ট্রাম্পকে
বিদেশ মন্ত্রকের তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে ২৫ ফেব্রুয়ারি সকালে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পকে রাষ্ট্রপতি ভবনে সম্বর্ধনা দেওয়া হবে। সেখান থেকে তাঁরা রাজঘাটে যাবেন।