For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলের সংগঠনে এবার এই ছাত্রনেতাকেই বেছে নিল সিপিআই

সিপিআই-এর জাতীয় পরিষদে অন্তর্ভুক্ত করা হল ছাত্র নেতা কানহাইয়া কুমারকে। কেরলের কোল্লামে সিপিআই-এর ২৩ তম কংগ্রেস শেষে এস সুধাকর রেড্ডিকে সিপিআই-এর সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সিপিআই-এর জাতীয় পরিষদে অন্তর্ভুক্ত করা হল ছাত্র নেতা কানহাইয়া কুমারকে। কেরলের কোল্লামে সিপিআই-এর ২৩ তম কংগ্রেস শেষে এস সুধাকর রেড্ডিকে সিপিআই-এর সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে, জাতীয় কর্মসমিতির ১২৫ জনের তালিকায় স্থান দেওয়া হয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন প্রেসিডেন্ট কানহাইয়া কুমারকে।

 দলের সংগঠনে এবার এই ছাত্রনেতাকেই বেছে নিল সিপিআই

তবে সিপিআই-এর জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়েছেন, সি দিবাকরণ, সত্যান মোকেরি, সিএন চন্দ্রন, কমলা সদানন্দন।

দলের জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়ায় নিজের ক্ষোভ ব্যক্ত করেছেন সি দিবাকরণ। দলে তার কোনও গডফাদার নেই। আর কারও সমর্থনে তিনি কর্ম সমিতিতে থাকতে চান না বলেও মন্তব্য করেছেন বর্ষীয়ান এই নেতা।

 দলের সংগঠনে এবার এই ছাত্রনেতাকেই বেছে নিল সিপিআই

দলের কেরল শাখার সম্পাদক কনাম রাজেন্দ্রন সি দিবাকরণকে কর্ম সমিতি থেকে অপসারণের পক্ষে কারণ দেখিয়েছেন। তিনি বলেছেন নতুন কর্মসমিতি সর্বসম্মতিতেই হয়েছে। দলের সংবিধান অনুযায়ী, কর্ম সমিতিতে অন্তত ২০ শতাংশ নতুন মুখের কথা বলা রয়েছে। বলেছেন কনাম রাজেন্দ্রন। যিনি দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে নির্বাচিত হয়েছেন।

English summary
CPI includes student leader Kanhaiya Kumar in their party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X