এবার গরুর 'মন্ত্র'ও হবে সংস্কৃত! গেরুয়া বাহিনীকে 'টেক্কা' স্বঘোষিত ধর্মগুরুর, দেখুন ভিডিও
উদ্ভট দাবি নিয়ে হাজির স্বঘোষিত ধর্মগুরু স্বামী নিথ্যানন্দ। তাঁর দাবি, তিনি বাঁদর, গরু কিংবা সিংহকে দিয়ে সংস্কৃত কিংবা তামিল বলাবেন। এই গুরুর বিরুদ্ধে এর আগে শিষ্যাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল। ইতিমধ্যেই নতুন চেহারায় স্বামী নিথ্যানন্দের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভক্তদের সামনে তিনি তাঁর বক্তব্য রাখছেন। আর ভক্তরাও হাতে তালি দিয়ে গুরুকে উৎসাহিত করছেন।
স্বামী নিথ্যানন্দকে বলতে শোনা যাচ্ছে বাঁদর ছাড়াও তিনি অন্য কিছু পশুকে তাঁদের সামনে হাজির করবেন, যাদের অভ্যন্তরীণ গঠন মানুষের মতো নয়। কিন্তু অপ্রাকৃত শক্তির মাধ্যমে তাদেব মধ্যে সেই সব গঠন দেখা গিয়েছে। যা বৈজ্ঞানিক কিংবা চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত হয়েছে।
ভিডিওতে দাবি করেছেন, বাঁদর, গরু, সিংহের মধ্যে শব্দগত এবং ভাষাগত ভোকাল কর্ড গড়ে তুলতে তিনি সক্ষম হবেন। যা ফলে তার খুব পরিষ্কার ভাবে সংস্কৃত কিংবা তামিল বলতে পারবে।
[আরও পড়ুন:দিদির 'নির্দেশ'-এ জলে নামলেন ফিরহাদ! বাতলে দিলেন অভিনব উপায়ে ব্রিজে নজরদারি, দেখুন ভিডিও]
তামিলনাড়ুর মাদুরাইয়ের আধ্যিনাম মঠের আধ্যাত্মিক গুরু হিসেবে নিজেকে দাবি করেন স্বামী নিথ্যানন্দ। যাঁকে সম্প্রতি আদালত নির্দেশ দিয়েছে, ধর্মীয় গুরু হিসেবে নয়, তিনি সাধারণ মানুষ হিসেবে সেই মঠে প্রবেশ করতে পারবেন। ২০১২ সালে নিথ্যানন্দকে মঠের প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছিল।
[আরও পড়ুন: ব্যাঙ্কের মেয়াদী জমায় বেড়েছে সুদ! একনজরে সুদের হার]
২০১০ সালে হিমাচল প্রদেশে নিথ্যানন্দকে গ্রেফতার করা হয়েছিল ধর্ষণের অভিযোগে।
[আরও পড়ুন:পুজোর আগে সুখবর! স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল মোদী সরকার]