For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের কো-উইন প্রযুক্তি ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী! ১২টিরও বেশি দেশে শুরু প্রস্তুতি

করোনা ভ্যাকসিনেশন ড্রাইভের জন্য ভারতের কো-উইন প্রযুক্তির প্রতি আগ্রহী হয়ে উঠছে বিশ্বের বহু দেশ। শীঘ্রই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে ভারতের কো-উইন অ্যাপ।

  • |
Google Oneindia Bengali News

করোনা ভ্যাকসিনেশন ড্রাইভের জন্য ভারতের কো-উইন প্রযুক্তির প্রতি আগ্রহী হয়ে উঠছে বিশ্বের বহু দেশ। শীঘ্রই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে ভারতের কো-উইন অ্যাপ। ১২টিরও বেশি দেশ ভারতের প্রযুক্তি ধার করার জন্য আলোচনা শুরু করেছে। ভারত এ ব্যাপারে ছাড়পত্র দিতে পারে আগ্রহী দেশগুলিকে।

ভারতের কো-উইন প্রযুক্তি ছড়িয়ে পড়ছে বিশ্বের ১২টি দেশে

এই ১২টি দেশের মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশও। ভারত সরকার তাদের পক্ষ থেকে স্বাক্ষরিত সমঝোতা স্মারক পাঠিয়েছে। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, প্যারাগুয়ে, পেরু, সুরিনাম, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা নিয়ে গঠিত।

অন্যান্য দেশ যারা আগ্রহ দেখিয়েছে তাদের অধিকাংশই আফ্রিকা ও মধ্য এশিয়ার। কো-উইন প্ল্যাটফর্মটি ভারতে সফল বলে প্রমাণিত হয়েছে। ভারতে এটি প্রতি সেকেন্ডে ৮০০টিরও বেশি টিকা নিয়ে দিনে ২.৫ কোটি টিকা পরিচালনা করেছে। পররাষ্ট্রমন্ত্রক দ্বারা পর্যবেক্ষণ করা হয়। এখন পর্যন্ত ১২টি দেশ সমঝোতা স্মারক স্বাক্ষর করতে সম্মত হয়েছে বলে জানান জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ আরএস শর্মা।

ডঃ আরএস শর্মা তথ্য প্রযুক্তি-সম্পর্কিত প্রোগ্রামগুলির সঙ্গে কাজ করতে পারদর্শী। যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল আধার তৈরি করা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার মহাপরিচালক এবং মিশন ডিরেক্টর হিসাবে কো-উইন তৈরির জন্যও কৃতিত্ব দেওয়া হয়। তিনি বলেন, আমরা দক্ষিণ আমেরিকার একটি দেশের সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছি এবং তাদের গ্রহণযোগ্যতার জন্য নথিটি পাঠিয়েছি।

মোদি সরকার, "কেন্দ্রীয় সরকার দ্বারা লাইসেন্সপ্রাপ্ত" পণ্য হিসাবে অন্যান্য দেশের সঙ্গে কো-উইন ভাগ করে নেবে, যা সমস্ত আগ্রহী দেশগুলিকে বিনামূল্যে দেবে আপাতত। একমাত্র শর্ত হবে যে, সফটওয়্যারটিকে বিক্রয়ের জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার বা পুনরায় প্যাকেজ করার অনুমতি দেওয়া উচিত নয়।

সরকার এর আগে ৫ জুলাই বিশ্বজুড়ে স্বাস্থ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য একটি ভার্চুয়াল গ্লোবাল কনক্লেভের আয়োজন করেছিল। বিশাল টিকাদান ড্রাইভের লোড পরিচালনা করার জন্য কো-উইন প্ল্যাটফর্মের সক্ষমতা নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন থাকা সত্ত্বেও, তা সফলভাবে কাজ করেছে।

ডঃ আরএস শর্মা কোভিড-১৯ টিকা প্রশাসনের ক্ষমতাপ্রাপ্ত কমিটির চেয়ারপার্সনও। তাঁর নেতৃত্বে প্রতি সেকেন্ডে গড়ে ১০০টিরও বেশি টিকা পরিচালনা করা হয়েছে কো-উইন অ্যাপের মাধ্যমে। ১৭ সেপ্টেম্বর ভারত যখন ২.৫ কোটিরও বেশি লোককে জ্যাব করে একদিনে রেকর্ড টিকা প্রদান করেছিল, তখন কো-উইন প্রতি সেকেন্ডে ৮০০টিরও বেশি টিকার লোড নিয়েছিল। এক ঘন্টায়, কো-উইন প্রযুক্তি ৩০ লক্ষেরও বেশি টিকা পরিচালনা করেছে।

English summary
CoWIN set to go global because twelve countries to borrow technology from India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X