For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাপুরুষতা দেশে চিনকে ঢুকতে দিয়েছে', স্বাধীনতা দিবসের পরদিনই মোদীকে তীব্র আক্রমণে রাহুল

  • |
Google Oneindia Bengali News

একই সুরে ফের একবার মোদীকে বিঁধলেন রাহুল গান্ধী। চিন ইস্যুতে বারবার তাঁর নিশানায় উঠে এসেছে বিজেপি। বহুবার কংগ্রেস দেশে চিনা অনুপ্রবেশ নিয়ে মোদীকে নিশানায় রেখেছিল। এবার সেই সুরই চড়িয়ে দিলেন রাহুল।

 রাহুলের তোপ মোদীকে

রাহুলের তোপ মোদীকে

রাহুল গান্ধী একটি টুইটে জানান ' সকলের আস্থা রয়েছে দেশের সেনার ক্ষমতা ও শৌর্যে। প্রধানমন্ত্রী বাদে: যাঁর কাপুরুষতা চিনকে ভারতে প্রবেশ করতে দিয়েছে।..' এভাবেই চেনা মেজাজে মোদীকে আক্রমণ করেন রাহুল।

 চিনা অনুপ্রবেশ ও রাহুলের তোপ

চিনা অনুপ্রবেশ ও রাহুলের তোপ

এদিনের টুইটে ফের একবার দেশে চিনা অনুপ্রবেশ নিয়ে রাহুল গান্ধী মোদীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন। উল্লেখ্য, জাতীর উদ্দেশে মোদীর ভাষণের পর থেকেই কবে চিনারা ভারতের সীমানার মধ্যে পা রেখেছে এই বিতর্ক শুরু হয়। যা নিয়ে রাহুল গান্ধী পর পর আক্রমণ শানিয়ে গিয়েছেন মোদীর বিরুদ্ধে।

 কংগ্রেস ও লাদাখ ইস্যু

কংগ্রেস ও লাদাখ ইস্যু

কংগ্রেস প্রথম থেকেই দাবি করে এসেছিল যে চিন ভারতীয় ভূখণ্ডে ঢুকে এলাকা দখল করে নিয়েছে। তবে এই বিষয়ে কেন্দ্রের বক্তব্য ছিল ভিন্ন। কেন্দ্রের তরফে বারবারই বলা হয় যে চিন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেনি। কিন্তু কেন্দ্রের এই কথা না মেনে রাহুল গান্ধী ধারাবহিক ভাবে প্রধানমন্ত্রী মোদীক আক্রমণ করে গিয়েছেন।

কয়েকদিন আগে যা ঘটে

কয়েকদিন আগে যা ঘটে

সেই আক্রমণ জারি রাখতে রাহুল গান্ধীর হাতে প্রয়োজনীয় রসদ কার্যত তুলে দিয়েছিল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক স্বয়ং। রাজনাথ সিংয়ের অধীনে থাকা এই মন্ত্রকের ওয়েবসাইটের একটি রিপোর্টে উল্লেখ করা হয়, মে মাসেই ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল চিনের সেনা। গালওয়ান সংঘর্ষ হয় এর অনেক পরে। যদিও পরবর্তীকালে সেই সমস্ত নথি ওয়েবসাইট থেকে তুলে নেয় প্রতিরক্ষামন্ত্রক।


English summary
Cowardice allowed China to take our land with this tweet Rahul attacks Modi post Independence day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X