
যোগী রাজ্যে গো-রাজনীতি! জাতীয় সুরক্ষা আইন বলে গ্রেফতারির অধিকাংশের বিরুদ্ধেই গো-হত্যার অভিযোগ
গো-রাজানীতি নতুন মাত্র পাচ্ছে গোটা উত্তরপ্রদেশেই। অগাস্ট পর্যন্ত যোগী জাতীয় সুরক্ষা আইনের (এনএসএ) আওতায় যে ১৩৯ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যেই ৭৬ জনের বিরুদ্ধেই গো হত্যার অভিযোগ রয়েছে। অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) অবনীশ কুমার অবস্তির শেষ জারি করা বিবৃতি অনুসারে এটাই জানা যাচ্ছে। এদিকে ইতিমধ্যেই গো হত্যার অভিযোগে ১০ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানার জন্য নতুন আইনও এনেছে যোগী সরকার।

অন্যদিকে ৩১ অগাস্ট পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে গো হত্যার অভিযোগে যে সমস্ত ব্যক্তিদের উপর জাতীয় সুরক্ষা আইনের অভিযোগ আনা হয়েছে তার মধ্যে ৪৪টি মামলাই বরেলি পুলিশ জোনের অধীনেই করা হয়েছে। এদিকে ৬ই সেপ্টেম্বর উত্তরপ্রদেশের বাহরাইচে হো হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আরও একজনের বিরুদ্ধে র বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন (এনএসএ) বলে মামা রুজু করা হয় বলে খবর।
এদিকে গত কয়েকমাসে যোগীরাজ্যে যেখানে নারী নির্যাতন, খুন, জখম, ধর্ষণের মতো ঘটনা আশঙ্কাজনক ভাবে বেড়েই চলেছে। সেখানে এই ধরণের অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের তরফে এনএসএ দেওয়ার পরিসংখ্যান দেখে অবাক হচ্ছেন অনেকেই। সূত্রের খবর, মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের অভিযোগে মাত্র ৬ জনের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন বলে মামলা রুজু করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি অন্যান্য হিংসাত্মক ও জঘন্যতম অপরাধের জন্য ৩৭ জবের বিরুদ্ধে এনএসএ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

সোনার দামে তুমুল পতন শুক্রবারেও! কলকাতায় দর ১১ সেপ্টেম্বর একনজরে