For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিড ডে মিলের খাদ্যদ্রব্যের বদলে এল গরুর খাবার! তীব্র চাঞ্চল্য পুনের স্কুলে

মিড ডে মিলের খাদ্যদ্রব্যের বদলে এল গরুর খাবার! তীব্র চাঞ্চল্য পুনের স্কুলে

  • |
Google Oneindia Bengali News

মিড ডে মিলে আরশোলা বা টিকটিকি পাওয়ার ঘটনা আকছাড় শোনা যায়। কিন্তু তাই বলে ভাতের বদলে গরুর খাবার! শুনতে খানিক অবাক লাগলেও এমনটাই ঘটেছে মহারাষ্ট্রে একটি স্কুলে। অভিযোগ, সেখানে মিড ডে মিলের বদলে পাঠানো হয়েছে গরুর খাবার। সূত্রের খবর এদিন পুনের ৫৮ নম্বর পৌর স্কুলে এই খাবার পাঠানো হয়েছে। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে সমাজের বিভিন্ন মহলে। এদিকে ভারতের খাদ্য সুরক্ষা ও মানদণ্ড নিয়ামক সংস্থাও (এফএসএসএআই) এই বিষয়ে তদন্তে নেমেছে।

মিড ডে মিলের খাদ্যদ্রব্যের বদলে এল গরুর খাবার! তীব্র চাঞ্চল্য পুনের স্কুলে

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই পুনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিকদের কাণ্ডজ্ঞান নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এদিকে এই স্কুলটি পুনে পৌর কর্পোরেশন (পিএমসি) দ্বারা পরিচালিত হয় বলেও জানা যাচ্ছে। দেশের সমস্ত পৌরসভা গুলির মধ্যে পিএমসিকেই সর্বাধিক ধনীতম পৌরসভা বলে ধরা হয়। এমনকী এই বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত পিএমসি একাহাতে আয় করেছে প্রায় ৩ হাজার ২৮৫ কোটি টাকা। কিন্তু তাদের নিয়ন্ত্রণাধীনে থাকা স্কুলে কী করে এই ধরণের গুরুতর ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর লকডাউনের পর থেকেই দেশের বেশিরভাগ রাজ্যের স্কুল-কলেজই বন্ধ রয়েছে। এমনকী নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে স্কুল খোলার ব্যাপারে বর্তমানে কোনও চিন্তাই করছে না মহারাষ্ট্র সরকার। এমতাবস্থায় স্কুলে রান্না না হওয়ায় দীর্ঘদিন থেকেই মিড ডে মিলের চাল-ডাল পড়ুয়াদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। সূত্রের খবর, এই কাজের জন্যউ কয়েকদিন আগে পুনের এই স্কুলে প্রচুর খাদ্র দ্রব্য পাঠানো হয়। কিন্তু পড়ুয়াদের বাড়ি পৌঁছানোর জন্য তা খুলতেই চোখ কপালে ওঠে স্কুলের আধিকারিকদের। দেখা যায় এই সমস্ত খাবারই আদপে গরু-বাছুরের খাবার।

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের নিয়ন্ত্রক বেজিং, ভারত মহাসাগরে চিনের শক্তি বৃদ্ধিতে বাড়ছে আশঙ্কা শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের নিয়ন্ত্রক বেজিং, ভারত মহাসাগরে চিনের শক্তি বৃদ্ধিতে বাড়ছে আশঙ্কা

English summary
Cow feed instead of mid day meal, Pune school in debate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X