For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গরু' কারও 'মা' হতে পারে না, দাদরি বিতর্কে মন্তব্য কাটজুর

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৫ অক্টোবর : দাদরিতে গরুর মাংস খাওয়ার অভিযোগে এক মুসলিমকে পিটিয়ে মারার ঘটনায় কড়া প্রতিক্রিয়া উঠে এসেছে সমাজের নানা অংশ থেকে। এবার সেই সূত্রে উগ্র হিন্দুত্ববাদীদের কড়া আক্রমণ করলেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু।

কাটজু জানিয়েছেন, রাজধানী দিল্লির কাছেই এমন ঘটনা মেনে নেওয়া যায় না। একইসঙ্গে তাঁর বক্তব্য গোটা ঘটনাই কাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, "গরু হল একটি পশু। পশু কারও মা হতে পারে না। যদি আমি গরুর মাংস খেতে পছন্দ করি তাহলে তাতে অসুবিধার কি রয়েছে? সারা বিশ্বের মানুষ গরুর মাংস খায়।"

'গরু' কারও 'মা' হতে পারে না, দাদরি বিতর্কে মন্তব্য কাটজুর

এখানেই না থেমে কাটজু জানিয়েছেন, যদি কেউ গরুর মাংস খেতে ভালোবাসেন তাহলে তাকে বাধা দেওয়ার অধিকার কারও নেই। রবিবার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন কাটজু।

বিশ্বর সব প্রান্তেই মানুষ গরুর মাংস খায়। যারা আমাদের দেশে তা খায় না তারা কি সাধু-সন্ত?, প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কাটজু। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তিনি নিজে গরুর মাংস খান ও এরপরও খেয়ে যাবেন।

প্রসঙ্গত, দাদরিতে গরুর মাংস খাওয়ার অভিযোগে ইকলাক নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে বের করে পিটিয়ে মারা হয়। গোটা ঘটনার পিছনে গুজবই কাজ করেছিল। কারণ স্থানীয় মন্দির থেকে ঘোষণা করা হয়, ইকলাক ও তাঁর পরিবার গরুর মাংস খেয়েছে।

English summary
Cow cannot be anyone's mother says Markandey Katju
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X