For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বছরখানেকের মধ্যেই শিশুদের জন্য ভ্যাকসিন দেওয়া হবে ভারতে! আশার কথা শোনালেন পুনাওয়ালা

ভারতে বর্তমানে মূলত দুটি ভ্যাকসিন দেওয়া হয়, কোভ্যাকসিন ও কোভিশিল্ড। রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি-ও দেওয়া শুরু হয়েছে ভারতে। তবে এবার আরও একটি নতুন ভ্যাকসিন আনার কথা জানালেন সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা।

  • |
Google Oneindia Bengali News

ভারতে বর্তমানে মূলত দুটি ভ্যাকসিন দেওয়া হয়, কোভ্যাকসিন ও কোভিশিল্ড। রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি-ও দেওয়া শুরু হয়েছে ভারতে। তবে এবার আরও একটি নতুন ভ্যাকসিন আনার কথা জানালেন সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা। তাঁর আশা বছরখানেকের মধ্যেই শিশুদের জন্য এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে ভারতে।

শিশুদের জন্য ভ্যাকসিন দেওয়া হবে ভারতে

কোভিশিল্ডের মতো মার্কিন সংস্থার এই কোভোভ্যাক্স নামের ভ্যাকসিনও তৈরি করবে পুনাওয়ালার সংস্থা সেরা ইন্সটিউট। শুক্রবার তাই পুনাওয়ালা জানিয়েছেন, তাঁর আশা চলতি বছরের অক্টোবের প্রাপ্তবয়স্কদের জন্য ও ২০২২-এ শিশুদের জন্য এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে। পুনাওয়ালা জানিয়েছেন, কবে ভারতে কোভোভ্যাক্স আসবে, তার পুরোটাই নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই-এর ওপর।

অনুমোদন পেলেই ভারতে জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন দেওয়া হবে। তবে কত টাকা দাম হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি। লঞ্চ করার সময় দাম ঠিক করা হবে বলে জানিয়েছেন সিরাম কর্তা। বর্তমানে তাঁর সংস্থায় তৈরি হয় অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড।

মাসে ১৩০মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি করে সিরাম। গত মাসেই ২ থকে ১৭ বছর বয়সীদের ওপর কোভোভ্যাক্সের ট্রায়াল চালানোর জন্য সিরাম ইন্সটিটিউটকে অনুমতি দেয় ভারতের সেন্ট্রাল ড্রাগ অথরিটি। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়র ট্রায়াল চালানোর অনুমতি দেওয়া হয় ওই সংস্থাকে। মোট ৯২০ জন শিশুক নিয় এই ট্রায়াল চালানো হচ্ছ। ১২ থেকে ১৭ বছর বয়সী ২৬০ জন ও ২ থেকে ১১ বছর বয়সী ৪৬০ জনকে বেছে নেওয়া হয়েছ।

শিশুদের সুরক্ষার জন্য নতুন করে ট্রায়াল চালানোর ক্ষেত্রে কী কী নতুন বিধি মেনে চলছে এই সংস্থা, তা জানানো হয়েছে সংস্থার তরফে। এই প্রসঙ্গে সিরাম ইন্সটিটিউটের ডিরেক্টর প্রকাশ কুমার সিং ও আর এক ডিরেক্টর ড. প্রসাদ কুলকার্নি জানান, বিশ্ব জুড়ে প্রাপ্তবয়স্কদের টিকাকরণ চলছে। তা সম্পূর্ণ হলে শিশুদেরই ঝুঁকি সবথেকে বেশি থাকবে।

বর্তমানে সিরাম ইন্সটিটিউটের কাছে যে তথ্য আছে, তাতে বিশ্বের বিভিন্ন দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে আ্যান্টিবডি তৈরি হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছ। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউকে, আমেরিকায় অন্তত ৫০ হাজার প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে এই ভ্যাকসিন সুরক্ষিত বলে প্রমাণিত হয়েছে।

মার্কিন ভ্যাকসিন সংস্থার তরফ থেকে এই তথ্য দেওয়া হয়েছে সিরামকে। এ ছাড়া ২২৪৮ জন শিশুর ক্ষেত্রেও এই ভ্যাকসিন নিরাপদ প্রমাণিত হয়েছে। এ বার ভারতে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলবে। অন্তত ১৪০০ জনকে এই ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওই সংস্থা।

English summary
Covovax to be given to children in early 2022, says Adar Poonawalla of SII
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X