For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীর্ঘ লড়াইয়ের পর কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে প্রস্তুতি তুঙ্গে সিরামের! আপৎকালীন ছাড়পত্র মিলতেই আদারের টুইট

দীর্ঘ লড়াইয়ের পর কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে প্রস্তুতি তুঙ্গে সিরামের! আপৎকালীন ছাড়পত্র মিলতেই আদারের টুইট

  • |
Google Oneindia Bengali News

ভারতে আপৎকালীন ব্যবহারের জন্য কোভিশিল্ড ভ্যাকসিন ছাড়পত্র পাবে কি না, তা নিয়ে যাবতীয় প্রশ্নে ইতিবাচক উত্তরই দিয়ে এসেছেন আদার পুনাওয়ালা। এদিনস, দীর্ঘ লড়াইয়ের পর সেই কাঙ্খিত ছাড়পত্র পেতেই এবার সাজো সাজো রব সিরামের অন্দরে।

দীর্ঘ লড়াইয়ের পর কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে প্রস্তুতি তুঙ্গে সিরামের! আপৎকালীন ছাড়পত্র মিলতেই আদারের টুইট

সিরামের কোভিশিল্ড এই ছাড়পত্র পেতেই এদিন আদার পুনাওয়ালা একটি টুইট করেন। সেখানে তিনি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েই বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোভিশিল্ডকে বাজারে আনতেও প্রস্তুত তাঁর সংস্থা সিরাম ইনস্টিটিউট। অক্সফোর্ড করোনা ভ্যাকসিন অ্যাস্ট্রা জেনেকা ভারতে সিরামের হাত ধরে কোভিশিল্ড হয়ে আসছে। আর এটি আর কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসতে প্রস্তুত।

এদিন এক গুরুত্বপূর্ণ বার্তায় ডিসিজিআই জানিয়েছে, কোভিশিল্ড ও কোভ্যাকসিন আপাতত আপৎকালে ব্যবহারের জন্য করোনা টিকা হিসাবে ছাড়পত্র পেল। এদিকে, ভারতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হু। বিশ্বস্বাস্থ্য সংস্থার দাবি, এই সিদ্ধান্তের হাত ধরে দেশ কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে একধাপ এগিয়ে যাবে।

কোভিড ভ্যাকসিন কি নপুংসক করতে পারে? ডিসিজিআই কোন উত্তর দিলকোভিড ভ্যাকসিন কি নপুংসক করতে পারে? ডিসিজিআই কোন উত্তর দিল

English summary
Covishield ready for roll-out, says Serum chief after DCGI nod says adar Poonawala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X