For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড ভ্যাকসিনের দাম কমতে চলেছে ভারতে! মোদী সরকারের বড় বার্তা

কোভিড ভ্যাকসিনের দাম কমতে চলেছে ভারতে, মোদী সরকারের বড় বার্তা

  • |
Google Oneindia Bengali News

সামনেই ভোট। তার আগে বিভিন্ন রাজনৈতিক দল বহু ইস্তেহার চমক নিয়ে উপস্থিত হতে চলেছে। তাতে কোভিড ভ্যাকসিনের প্রসঙ্গ থাকবে কি না, তা নিয়ে রয়েছে জল্পনা। এমন এক পরিস্থিতিতে মোদী সরকার কোভিড ভ্যাকসিনের দাম কমিয়ে দেওয়ার ঘোষণা করল।

২০০ টাকা প্রতি ডোজ থেকে কমতে পারে দাম!

২০০ টাকা প্রতি ডোজ থেকে কমতে পারে দাম!

জানা গিয়েছে, কোভিডের ভ্যাকসিনের দাম ডোজ প্রতি ২০০ টাকা থেকে নেমে যেতে পারে।প্রতি কোভিড ভ্যাকসিন ডোজের দাম কমিয়ে আবার বিষয়ে এদিন একটি পর্যালোচনা বৈঠক সম্পন্ন হয়। তারপরই স্বাস্থ্যমন্ত্রক একথা জানায়।

কোভিশিল্ডের দাম কমছে!

কোভিশিল্ডের দাম কমছে!

জানা গিয়েছে, কোভিশিল্ডের দাম (প্রতি ডোজ) ২০০ টাকার নিচে নামানোর জন্য বার্তা দেন সরকারের প্রতিনিধিরা। আর পর্যালোচনা বৈঠক শেষে সেই দাম কমানোর প্রসঙ্গে সম্মতি আসে প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধিদের তরফে।

সরকার কত টাকায় নিচ্ছে ভ্যাকসিন?

সরকার কত টাকায় নিচ্ছে ভ্যাকসিন?

জানা গিয়েছে আগে সরকার প্রতি ডোজে ২১০ টাকা করে কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য খরচ করত। তবে এবার থেকে ডোজ প্রতি তা ১৫০ টাকা করে কিনতে পারবে সরকার। এমন তথ্য প্রকাশ পেয়েছে এক প্রথম সারির সংবাদমাধ্যমে।

১১ মার্চ কতজনকে ভ্যাকসিন?

১১ মার্চ কতজনকে ভ্যাকসিন?

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে ভ্যাকসিন দেওয়া হয়। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে ১১ মার্চ দুপুর ১ টা পর্যন্ত ২,৫৬,৯০,৫৪৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

হিন্দুত্বের তাস! হর হর মহাদেব বলে মমতার পুজো দেওয়া মন্দিরে শিবের মাথায় জল ঢাললেন শুভেন্দুহিন্দুত্বের তাস! হর হর মহাদেব বলে মমতার পুজো দেওয়া মন্দিরে শিবের মাথায় জল ঢাললেন শুভেন্দু

English summary
Covid Vaccine in india may get less than 200 rupees per dose says Government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X