For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের আরও ৫ টি দেশ মান্যতা দিল ভারতের করোনা ভ্যাকসিন সার্টিফিকেটকে, জানিয়ে দিল কেন্দ্র

বিশ্বের আরও ৫ টি দেশ মান্যতা দিল ভারতের করোনা ভ্যাকসিন সার্টিফিকেটকে, জানাল কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

ভারতের করোনা ভ্যাকসিনেশন সার্টিফিকেটকে ব্রিটেন মান্যতা দিতে গিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে। এরপর পাল্টা স্টান্স নেয় দিল্লিও। এদিকে, আজ কেন্দ্র জানিয়েছে যে বিশ্বের আরও ৫ টি দেশ ভারতের করোনা সার্টিফিকেটকে মান্যতা দিয়েছে। এদিন সোমবার কেন্দ্রের তরফে ভারতের বুকে নির্মিত কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট নিয়ে বার্তা দেওয়া হয়। জানানো হয়েছে মরিশাস সহ বিশ্বের মোট ৫ টি দেশ ভারতের প্রদত্ত কোভিড সার্টিফিকেটকে মান্যতা দিয়েছে।

 বিশ্বের আরও ৫ টি দেশ মান্যতা দিল ভারতের করোনা ভ্যাকসিন সার্টিফিকেটকে, জানাল কেন্দ্র

উল্লেখ্য, ভারতে বর্তমানে কোভিড ভ্যাকসিনেশন কার্যত একটি লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে। ভারতে ধীরে ধীরে কোভিড ভ্যাকসিনেশনের জন্য বিদেশীদেরও কোভিড ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই প্রেক্ষিতে ভারতের ভ্যাকসিনেশন প্রক্রিয়ার তাৎপর্য রয়েছে বলেই মনে করছে একটা বড় অংশ। ' কোভিজ ভ্যাকসিন নিয়ে দুই তরফের মান্যতা এখনও চলছে। ভারতের ভ্যাকসিনেশন সার্টিফিকেটের মান্যতা দিল আরও পাঁচটি দেশ। ' এদিন এই বার্তা জানিয়েছে কেন্দ্র। পাশাপাশি তারা জানিয়েছে, এস্টোনিয়া, মঙ্গোলিয়া, কিরগিজস্তান, মরিশাস, প্যালেস্টাইন স্বীকৃতি দিয়েছে এই ভ্যাকসিনেশনের। এই ভ্যাকসিনেশনের মান্যতা সম্পর্কে এদিনের বড় খবরটি আসার আগে, মোদীর ইতালি সফরের মাঝেই বিদেশ সচিব হর্ষ শ্রিংলা জানিয়েছেন যে, বিভিন্ন দেশের সঙ্গে ভারতের তরফে আলোচনা চলছে দ্বিপাক্ষিকভাবে যাতে কোভিড ভ্যাকসিনেশনের মান্যতার বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া যায়। এরপরই দেখা গিয়েছে বিশ্বের ৫ টি দেশ এই প্রক্রিয়ায় মান্যতা দিয়েছে।

এর আগে বিদেশ সচিব হর্ষ শ্রিংলা জানিয়েছেন যে, ভ্যাকসিনেশন সার্টিফিকেটের বিষয়টি ইইউ কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি জানান, ইতালিতে জি ২০- সম্মেলনের মাঝে নরেনদ্র মোদী এই ইস্যুটি নিয়ে একাধিক দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনা করেন। সেখানে খুবই মসৃণভাবে আন্তর্জাতিকস্তরে পর্যটন প্রক্রিয়া চালু করতে এমন পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। মোদীর বক্তব্যের প্রেক্ষিতে বহু দেশ সায় দিয়েছিল বলেও এর আগে জানান হর্ষ শ্রিংলা। গত মাসেই বিদেশ সচিব অরিন্দ বাগচি জানিয়েছেন যে, ভারতের ভ্যাকসিনেশন নিয়ে সার্টিফিকেটকে মান্যতা দিতে রাজি হাংঙ্গেরি , সার্বিয়ার মতো দেশ। এরপরই এদিন নতুন করে ৫ টি দেশের কথা জানা গিয়েছে। বিদেশে ভারতের ভ্যাকসিনেশন নিয়ে জটিলতার উৎপত্তি ৪ অক্টোবর থেকে। সেই দিন ইউকের তরফে সেদেশে ভ্রমণ নিয়মে কিছু পরিবর্তন অন্তর্ভুক্ত করার পরে জটিলতা জানা যায়। সেখানে কোভিড -১৯ এর বিরুদ্ধে স্বীকৃত ভ্যাকসিনগুলির তালিকায় প্রাথমিকভাবে ভারতে নির্মিত কোভিশিল্ডে তৈরি করা উল্লেখ করেনি। এরপরই ভারতও পদক্ষেপ নেয়। বিদেশমন্ত্রী স্তরে বিষয়টিকে উন্নিত করে দিল্লি। বহু অধ্যায় পেরিয়ে ১১ অক্টোবর ভারতের কোভিড ভ্যাকসিন সংক্রান্ত ইউকের জটিলতা কেটে যায়।

English summary
India's Covid vaccination certificates gets regonition from 5 more countries.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X