For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০ কোটি ভারতীয়ের জন্য 'আয়ুষ্মান ভারত'-এ কোভিড চিকিৎসা মাত্র ৬ লাখের

৫০ কোটি ভারতীয়ের জন্য 'আয়ুষ্মান ভারত'-এ কোভিড চিকিৎসা মাত্র ৬ লাখের

  • |
Google Oneindia Bengali News

২০১৮ এ ঢাকঢোল পিটিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিল মোদী সরকার। দাবি করা হয়েছিল ৫০ কোটি ভারতীয়কে বার্ষিক ৫ লক্ষ টাকার চিকিৎসা বিনামূল্যে দেওয়া হবে। ২০২০-২১ এ পরপর করোনার দুটে ওয়েভ সামলাচ্ছে দেশ। এরকম অবস্থায় প্রশ্ন আসে মোট কতজন ভারতীয় আয়ুষ্মান ভারতে ফ্রি কোভিড চিকিৎসা পেয়েছেন? উত্তর মোটেও আশাপ্রদ নয়।

৫০ কোটি ভারতীয়ের জন্য আয়ুষ্মান ভারত-এ কোভিড চিকিৎসা মাত্র ৬ লাখের

ন্যাশনাল হেল্থ অথারিটির প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, দুটি কোভিড ওয়েভে আয়ুষ্মান ভারত প্রকল্পে বিনামূল্যে করোনা চিকিৎসা পেয়েছেন মোট ৬ লক্ষ ৫ হাজার ভারতীয়৷ অন্যদিকে আয়ুষ্মান ভারত প্রকল্পে বিনামূল্যে কোভিড টেস্ট করাতে পেরেছেন ২৩ কিছু বেশি মানুষ৷ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রাপ্ত চিকিৎসার এই ডেটা জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত।

গ্রামে মিউটেন্ট কোভিড ছড়াচ্ছে, নীতি আয়োগকে সচেতন করেছিলেন ডঃ সালুকেগ্রামে মিউটেন্ট কোভিড ছড়াচ্ছে, নীতি আয়োগকে সচেতন করেছিলেন ডঃ সালুকে

একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট, রাজ্য ভিত্তিতে সবচেয়ে খারাপ অবস্থা বিহারের। পুরো রাজ্যে মাত্র ১৯ জন কোভিড পেশেন্ট আয়ুষ্মান ভারতের সুবিধা পেয়েছেন৷ ঝাড়খণ্ডে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া রোগীর সংখ্যাটা ১৪১৯। একই ভাবে উত্তরপ্রদেশের মতো বড় রাজ্য যেখানে ক্ষমতায় রয়েছে বিজেপি সেখানেও এই সংখ্যাটা মাত্র ৮৭৫ জন। স্বাভাবিক ভাবেই এই তথ্য সামনে আসায় অস্বস্তিতে পড়েছে বিজেপি৷

প্রথম থেকেই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারতে বিরোধিতা করে আসছে মমতা সরকার৷ রাজ্যের নিজস্ব স্বাস্থ্যসাথী প্রকল্পকেই চালু রেখেছে তৃণমূল। আয়ুষ্মান ভারতের তথ্য সামনে আসার পর কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল৷ ঘাসফুলের নেতা ও সমর্থকদের বক্তব্য আয়ুষ্মান ভারতও যে একটি জুমলা তা আগামী দিনে প্রমাণিত হবে।

English summary
Covid treatment in 'ayushmaan bharat' for 50 crore Indians but actually has got only 6 lakh people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X