For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় সামান্য কমতি, ১১ মের কোভিড রিপোর্ট একনজরে

Google Oneindia Bengali News

সোমবারের তুলনায় মঙ্গলবারেও কোভিড গ্রাফের কমতি দেখা যাচ্ছে ভারতের করোনা পরিসংখ্যানে। সোমবার করোনার দৈনিক আক্রান্ত ছিলেন ৩,৬৬,১৬১ জন। ১১ মে করোনার জেরে সারা দেশে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩,২৯,৯৪২ জন।

 করোনা আপডেট ১১ মে

করোনা আপডেট ১১ মে

ভারতে ১১ মে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩,২৯,৯৪২ জনে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে ভারতে করোনার দৈনিক আক্রান্ত আড়াই লাখের উপর রয়েছে। গত কয়েকদিনে সংখ্যা ৪ লাখের গণ্ডি ছুঁয়ে ফেলে। এরপর থেকেই দৈনিক আক্রান্তের সংখ্যায় কমতি দেখা যায়।

সুস্থতার পরিসংখ্যান

সুস্থতার পরিসংখ্যান

শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্ত হয়েছেন ৩,৫৬,০৮২ জন। তবে এক্ষেত্রে বারবার সুস্থতার পরিসংখ্যান উদ্বেগে রাখছে দেশবাসীকে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮৭৬ দনের মৃত্যু হয়েছে। নিঃসন্দেহে এই মৃত্যু সংবাদ আতঙ্কের।

 সর্বমোট সংখ্যা

সর্বমোট সংখ্যা

প্রসঙ্গত, ইতিমধ্যেই বিশ্বস্বাস্থ্য সংস্থা হুয়ের তরফে জানানো হয়েছে ভারতের করোনা স্ট্রেইন বিশ্বের জন্য বিপজ্জনক। ধীরে ধীরে ভ্যাকসিনের ওপর এর কার্যকরিতা কতটা থাকতে পারে , তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়তেই দেশের মোট আক্রান্তের সংখ্যা এখন ২,২৬,৬২,৫৭৫ জন হয়েছে।

 ইতিবাচক বার্তা

ইতিবাচক বার্তা

প্রসঙ্গত, দেশের কোভিড আক্রান্তের দৈনিক সংখ্য়ায় যেমন কমতি দেখা যাচ্ছে, তেমনই অ্যাক্টিভ কেস সামান্য নেমেছে। এই অ্যাক্টিভ কেস দাঁড়িয়েছে ৩৭,১৫,২২১ জনে। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১,৯০,২৭,৩০৪ জনের।

English summary
Covid report of 11 May says 3,29,942 new Coronavirus cases registered in last 24 hours in india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X