For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে কমছে দৈনিক কেস, হ্রাস পেয়েছে পজিটিভ হার, কিছুটা স্বস্তি পেলেন দেশবাসী

দেশে কমছে দৈনিক কেস

Google Oneindia Bengali News

দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের সংক্রমণের মাঝেই ভালো খবর শোনা গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মঙ্গলবার জানিয়েছে যে দেশে দৈনিক পজিটিভ কেসের হার হ্রাস পেয়েছে এবং তা এখন ৯.‌৫৪ শতাংশে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয় টানা ১২দিন ধরে দৈনিক সুস্থতার সংখ্যা নতুন কেসকে ছাড়িয়ে গিয়েছে।

ইয়াস মোকাবিলায় ‌নিজের কেন্দ্র চণ্ডীপুরের পাশে সোহম চক্রবর্তীইয়াস মোকাবিলায় ‌নিজের কেন্দ্র চণ্ডীপুরের পাশে সোহম চক্রবর্তী

কমেছে পজিটিভ হার

কমেছে পজিটিভ হার

মন্ত্রকের পক্ষ থেকে এও জানা গিয়েছে যে সক্রিয় কোভিড-১৯ কেসের বোঝাও ২৫,৮৬,৭৮২-তে এসে দাঁড়িয়েছে, গত ২৪ ঘণ্টার ব্যবধানে তা ১,৩৩,৯৩৪টি কেস হ্রাস পেয়েছে। এটা এখন দেশের মোট সংক্রমণের ৯.‌৬০ শতাংশ। ১০ মে-এর পর এই প্রথম সক্রিয় কেসও হ্রাস পেতে দেখা গেল দেশে। ভারতে টানা ১২দিন ধরে দৈনিক করোনা কেসের চেয়ে দৈনিক সুস্থতার সংখ্যা অনেক বেশি দেখা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩,২৬,৮৫০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন এবং ভারতে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২,৪০,৫৪,৮৬১ জন।

করোনা টেস্ট বেড়েছে

করোনা টেস্ট বেড়েছে

প্রসঙ্গত, আংশিক-পূর্ণ লকডাউনের আওতায় রয়েছে একাধিক রাজ্য। যে কারণে রাজ্যগুলিতে কেসের সংখ্যা যেমন হ্রাস পাচ্ছে তেমনি সুস্থ হয়ে উঠছেন অনেকে। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, '‌দেশে গত ২৪ ঘণ্টায় ২০,৫৮,১১২টি টেস্ট হয়েছে এবং মোট ৩৩,২৫,৯৪,১৭৬টি করোনা টেস্ট হয়েছে এখনও পর্যন্ত। দৈনিক পজিটিভ কেসের হার হ্রাস পেয়েছে এবং তা বর্তমানে ৯.‌৫৪ শতাংশে দাঁড়িয়ে রয়েছে।'‌

দৈনিক কেস ২ লক্ষের নীচে

দৈনিক কেস ২ লক্ষের নীচে

স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে এও বলা হয়েছে, '‌কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে ভারতের এই লড়াই যথেষ্ট উৎসাহ প্রদান করে। ২৪ ঘণ্টার ব্যবধানে দৈনিক কেসগুলি ২ লক্ষের নীচে নেমে গিয়েছে এবং ৪০দিন আগে যে সংখ্যাটা ছিল তার থেকে একটু বেশি ১,৯৬,৪২৭টি কেস রেকর্ড হয়েছে।'‌ প্রসঙ্গত, দৈনিক নতুন কেস ১৪ এপ্রিল ছিল ১,৮৪,৩৭২।

ভ্যাকসিন ডোজ

ভ্যাকসিন ডোজ

ইতিমধ্যেই ২৮,৪১,১৫১ টি সেশনের মাধ্যমে মোট ১৯,৮৫,৩৮,৯৯৯ ভ্যাকসিন ডোজ ব্যবহার হয়েছে দেশে। এরমধ্যে ৯৭,৭৯,৩০৪ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ পেয়ে গিয়েছেন এবং ৬৭,১৮,৭২৩ জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। ১ মে থেকে শুরু হওয়া ১৮-৪৪ বছর নাগরিকদের টিকাকরণে মোট ১,১৯,১১,৭৫৯ জন সুবিধাভোগী প্রথম ডোজের টিকা নিয়েছেন। মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২.‌৮২ লক্ষ ভ্যাকসিন ডোজ এখনও পর্যন্ত ব্যবহৃত হয়েছে ১৮-৪৪ বছর বয়সীদের জন্য।

English summary
covid positivity rate down said health ministry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X