For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Covid In India: হঠাৎ করোনার ঢেউ সামলানো যাবে তো? রাজ্যগুলিকে মহড়াতে অংশ নিতে বলে চিঠি মন্ত্রকের

চিন সহ বিশ্বের একাধিক দেশে বাড়ছে করোনার বাড়বাড়ন্ত। আর তা চিন্তা বাড়িয়েছে ভার‍তেরও। রীতিমত নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। একাধিক গাইডলাইন ইতিমধ্যে জারি করা হয়েছে মন্ত্রকের তরফে। বিশেষ ভাবে উৎসবের আগে হঠাত করে কর

  • |
Google Oneindia Bengali News

Covid-19 India: চিন সহ বিশ্বের একাধিক দেশে বাড়ছে করোনার বাড়বাড়ন্ত। আর তা চিন্তা বাড়িয়েছে ভার‍তেরও। রীতিমত নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। একাধিক গাইডলাইন ইতিমধ্যে জারি করা হয়েছে মন্ত্রকের তরফে। বিশেষ ভাবে উৎসবের আগে হঠাত করে করোনার বাড়বাড়ন্ত নিয়ে সমস্ত রাজ্যকে সতর্ক করা হয়েছে।

হঠাৎ করোনার ঢেউ সামলানো যাবে তো?

তবে রাজ্যগুলি কতটা প্রস্তুত? হঠাত যদি করোনার বাড়বাড়ন্ত হয় তাহলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? আর সেদিকে তাকিয়েই বিশেষ মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। গোটা দেশের হাসপাতালগুলিতে এই ড্রিল করার কথা বলা হয়েছে। আর তা আগামী মঙ্গলবার হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর তার আগে সমস্ত রাজ্যকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। যেখানে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এই মক ড্রিলে অংশ নেওয়ার কথা বলা হয়েছে। গোটা দেশজুড়ে হতে চলা এই মক ড্রিল একাধিক বিষয়কে মাথায় রেখে করা হবে বলে জানা যাচ্ছে। বিশেষ করে হাসপাতালে অক্সিজেন, ভেন্টিলেটর সহ অন্যান্য দরকারি জিনিসগুলি রয়েছে কিনা তা নিশ্চিত এই মহড়ার মাধ্যমে করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব চিঠিতে কার্যত সাবধান করে সমস্ত রাজ্যগুলিকে হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের সংখ্যা বাড়ানোর কথা উল্লেখ করেছেন চিঠিতে। এছাড়াও পরিকাঠামো, ভ্যাকসিনেশনে জোর এবং নমুনা আরও বেশি করে পরীক্ষা করার কথা বলা হয়েছে বলেও জানা যাচ্ছে।

এই সমস্ত বিষয় এই মহড়ার অংশ করতে বলা হয়েছে। এমনকি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্য নীচে মহড়া চলাকালীন দিল্লির বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখবেন বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, কেন্দ্রের তরফে আরও একটি চিঠি দেওয়া হয়েছে রাজ্যকে।

যেখানে বলা হয়েছে রাজ্যগুলির সব স্বাস্থ্যকেন্দ্রে জেলা-ভিত্তিক ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা এবং শ্বাসযন্ত্রণের তীব্র অসুস্থতা সংক্রান্ত বিষয়গুলি পর্যবেক্ষণ করে কেন্দ্রকে রিপোর্ট পাঠাতে হবে। প্রাথমিক পর্যায়ে সংক্রমণ বৃদ্ধির দিকেও লক্ষ্য রাখতে হবে। রাজ্যগুলিকে দেওয়া কেন্দ্রের চিঠিতে বলা হয়েছে, সব জেলায় আরটিপিসিআর এবং অ্যান্টিজেনের পর্যাপ্ত পরীক্ষা নিশ্চিত করতে হবে। জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পর্যাপ্ত সংখ্যক নমুনা পাঠানোর বিষয়টিও ফের উল্লেখ করা হয়েছে চিঠিতে।

পাশাপাশি টেস্ট-ট্র্যাক-ট্রিট-ভ্যাকসিনেশনের পাশাপাশি কোভিড কী ঘরনের আচরণ করতে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাস্ক ব্যবহারের পাশাপাশি হাত পরিষ্কার রাখা, শ্বাসযন্ত্রের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শারীরিক দূরত্ব মেনে চলার কথাও বলা হয়েছে কেন্দ্রের চিঠিতে।

English summary
Health ministry sends letter to states amid fear of covid, mock drills to be hold in hospitals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X