For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড বাড়ছে, ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা সৌদি আরবের

কোভিড বাড়ছে, ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা লাগাল সৌদি আরব

  • |
Google Oneindia Bengali News

মাঝে অনেকটাই কমে গিয়েছিল কোভিড সংক্রমণ। গোটাদেশ বুক বেধেছিল, এবার বুঝি শেষ হল মারন ভাইরাসের দৌরাত্ম্য। তবে সেসব এখন অতীত, ফের চোখ রাঙাতে শুরু করেছে কোভিড ১৯। সেই কারনেই এবার ভারতে যাত্রায় নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। সৌদি সরকার নাগরিকদের মোট ১৬ টি দেশে যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে যার মধ্যে অন্যতম ভারত৷

কোথায় কোথায় নতুন করে করোনা সংক্রমণ?

কোথায় কোথায় নতুন করে করোনা সংক্রমণ?

ভারত ছাড়া সিরিয়া, লেবানন, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, কঙ্গো গণতান্ত্রিক, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ, ভেনেজুয়েলাতে যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে তারা। কোভিডের সঙ্গেই বহু দেশেই হানা দিয়েছে মাঙ্কিপক্স। সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও অবধি মাঙ্কিপক্সে তাঁদের দেশের কোনও নাগরিক আক্রান্ত হননি৷ সেই দেশের ডেপুটি হেলথ মিনিস্টার আবদুল্লাহ আসিরি জানিয়েছেন, যে কোনওরকম পরিস্থিতিতে নয়া মাঙ্কিপক্স শনাক্ত করা এবং তার বিরুদ্ধে লড়াই করার মতো পরিকাঠামো তাদের আছে। তাঁর কথায়, 'এই মুহূর্তে খুব কম পরিমাণ মানুষ কোভিড তথা মাঙ্কিপক্সে আক্রান্ত হচ্ছেন। কাজেই নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও কম৷ এমনকি যে দেশে এই রোগ ধরা পড়েছে, সেখানেও খুব কম সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন।'

অগাস্টের শেষেই ভারতে করোনার নতুন ওয়েভ ?

অগাস্টের শেষেই ভারতে করোনার নতুন ওয়েভ ?

মাঙ্কিপক্স নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কপালেও। তারা জানিয়েছে, মোট ৮০ টি কেস পাওয়া গিয়েছে ১১টি দেশে৷ এখনও তারা ক্রমাগত চেষ্টা করে চলেছেন যাতে এই রোগের কারন, প্রকৃতি বোঝা যায়৷ তবে শুধু মাঙ্কিপক্স নয় করোনার ওমিক্রনের স্ট্রেনের সাব ভ্যারিয়ান্টগুলি নিয়েও চিন্তায় রয়েছেন সারা বিশ্বের গবেষক ও চিকিৎসকরা! অনেকেই ইতিমধ্যেই দাবি করেছেন যে করোনার চতুর্থ ওয়েভের সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা! অগাস্টের শেষে ভারতেও করোনার নতুন একটি তরঙ্গের ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা!

কী বলছে WHO?

কী বলছে WHO?

বিশ্বস্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছিল এত সহজেই পরিত্রান নেই করোনার হাত থেকে! সাধারণ মানুষের করোনার বুস্টার ডোজ নেওয়া এবং কোভিডবিধি মেনে মাস্ক পরায় জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ সঙ্গেই হু সাবধান করেছে যে করোনার নতুন স্ট্রেনগুলি আগের সব কটি স্ট্রেনের চেয়ে কয়েকগুণ বেশি সংক্রামক!

'অনেক ভিড় হয়ে গিয়েছিল দলে, এখন হাল্কা হচ্ছে' অর্জুন সিংয়ের ফুল বদল নিয়ে কটাক্ষ দিলীপের'অনেক ভিড় হয়ে গিয়েছিল দলে, এখন হাল্কা হচ্ছে' অর্জুন সিংয়ের ফুল বদল নিয়ে কটাক্ষ দিলীপের

English summary
Covid is increasing, Saudi Arabia has banned travel to India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X