For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নর্দমার আবর্জনা-জলে কোভিড জেনেটিক-এর চিহ্ন! চাঞ্চল্যকর তথ্য নতুন গবেষণায়

  • |
Google Oneindia Bengali News

সার্স-সিওভি-২ ভাইরাসের চিহ্ন মিলেছে নর্দমার আবর্জনায়, এমনকি সেখানের জলের মধ্যে। এই ঘটনা ভারতের। আইআইটি গান্ধীনগরের সাম্প্রতিক গবেষণায় এমনই আতঙ্কের তথ্য উঠে এসেছে। দেখে নেওয়া যাক গবেষণা আর কী জানিয়েছে।

 নর্দমার জল নিয়ে সাবধানতা

নর্দমার জল নিয়ে সাবধানতা

আইআইটি গান্ধীনগরের নয়া গবেষণা জানিয়েছে , নর্দমায় সার্স সিওভি ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে। যার ফলে নর্দমার জল নিয়ে শুরু হয়েছে উদ্বেগ। আমেদাবাদের একটি নর্দমা থেকে কিছু নমুনা সংগ্রহ করে এই তথ্য জানা গিয়েছে।

 কোন পরামর্শ বিশেষজ্ঞদের?

কোন পরামর্শ বিশেষজ্ঞদের?

বিশেষজ্ঞদের পরামর্শ , এবার থেকে যেন নর্দমার জল সংক্রান্ত বিষয়ে প্রশাসনিক নজরদারি বাড়ে। নর্দমারআবর্জনা ও জল কোনপথে শহর থেকে বার করা হচ্ছে , তা নিয়ে সতর্কতা রাখতে বলা হয়েছে। নয়তো পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।

 নর্দমার জল সংক্রান্ত গবেষণা

নর্দমার জল সংক্রান্ত গবেষণা

বিশ্বের তাবড় ৫১ টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গান্ধীনগর আইআইটিও একই সঙ্গে একটি কনসার্টিয়ামে যোগ দেয়। সেখানেই এই গবেষণার তথ্য উঠে আসে।

 ভারতের জলভাগ কি নিরাপদ?

ভারতের জলভাগ কি নিরাপদ?

গান্ধীনগর আইআইটির এই গবেষণা থেকে বহু প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের জলভাগ কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠছে। এর প্রেক্ষিতে বিশেষজ্ঞদের দাবি, নদীর জল ও নর্দমার নিকাশীর ওপর সরকারি নজরদারি আরও কড়া করতে পারলে, তবে মহামারীর প্রবল সমস্যা থেকে মুক্তির পথ মিলতে পারে। এটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ হলেও, তা প্রশাসনকে করে যাওয়ার পরামর্শ দিচ্ছেন গবেষকরা।

আশঙ্কা বাড়ছে ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, সংক্রমণের হার ছাপিয়ে গেল জাতীয় গড়কেওআশঙ্কা বাড়ছে ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, সংক্রমণের হার ছাপিয়ে গেল জাতীয় গড়কেও

English summary
Covid genetic in Sewage Water, finds IIT Gandhinagar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X