For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্ধারিত সময়ে ভোট হোক চাইছে সব দল, উত্তর প্রদেশে কোভিড-ফ্রি নির্বাচনের প্রতিশ্রুিত কমিশনের

নির্ধারিত সময়ে ভোট হোক চাইছে সব দল, উত্তর প্রদেশে কোভিড-ফ্রি নির্বাচনের প্রতিশ্রুিত কমিশনের

Google Oneindia Bengali News

সব রাজনৈতিক দলই নির্ধারিত সময়ে হোক নির্বাচন। অর্থাৎ কোভিড পরিস্থিতির মধ্যেই উত্তর প্রদেশে নির্বাচনের ইঙ্গিত নির্বাচন কমিশনের। একই সঙ্গে কমিশনের পক্ষ থেকে কোভিড ফ্রি ভোটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাড়িতে বসে ভোটদানের সুবিধা থেকে শুরু করে ভোট দানের সময়সীমা বৃদ্ধি। ভোটারদের সুবিধার্থে একাধিক নির্দেশিকা ঘোষণা করল কমিশন।

নির্ধারিত সময়েই ভোটের ইঙ্গিত

নির্ধারিত সময়েই ভোটের ইঙ্গিত

দরজায় কড়া নাড়ছে করোনা সংক্রমণের থার্ড ওয়েভ। তার মধ্যেই নির্বাচন কীভাবে হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল এলাহাবাদ হাইকোর্ট। নির্বাচন কমিশনরে ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল। তারপরেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে দফায় দফায় বৈঠক করে নির্বাচন কমিশন। এবং উত্তর প্রদেশের কোভিড পরিস্থিতি পরিদর্শনের জন্য প্রতিনিধি দল পাঠানো হয়। সেই প্রতিনিধি দল তিনদিনের উত্তর প্রদেশ সফরের পর সাংবাদিক বৈঠক করে জানায় যে সব রাজনৈতিক দলের সঙ্গে তাঁরা ভোট নিয়ে আলোচনা করেছেন। সব রাজনৈতিক দলই চাইছে নির্ধারিত সময়ে ভোট করতে। অর্থাৎ ওমিক্রন সংক্রমণের মধ্যেও সঠিক সময়েই ভোট হবে উত্তর প্রদেশ সহ ৫ রাজ্যে এমনই ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন।

কোভিড-ফ্রি ভোটের প্রতিশ্রুতি

কোভিড-ফ্রি ভোটের প্রতিশ্রুতি

কোভিড প্রটোকল মেনেই সবরকম প্রস্তুতি নিয়ে নির্বাচন করানো হবে উত্তর প্রদেশে। কোভিড ফ্রি নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন। তার জন্য একাধিক নাগরিক পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ভোটের সময় ১ ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটের সময়সীমা ছিল। সেটা বাড়িয়ে সকাল ৮টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত করে দেওয়া হয়েছে। প্রয়োজনে অনুমতি নিয়ে বাড়িতেও ভোট দিতে পারবেন ভোটাররা। তার ব্যবস্থাও রাখা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন।

করোনা টিকাকরণ সুনিশ্চিত করার নির্দেশ

করোনা টিকাকরণ সুনিশ্চিত করার নির্দেশ

যেখানে যেখানে ভোট সেখানে সেখানে আগে থেকে করোনা টিকাকরণ সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের স্বাস্থ্য সচিবকে নির্দেশিকা দিয়ে বলা হয়েছে, েযন ১০০ শতাংশ ভোটারের প্রথম ডোজের করোনা টিকাকরণ হয়ে যায় তা সুনিশ্চিত করতে হবে। এবং ৫০ শতাংশ ভোটারের করোনা িটকার দুটি ডোজ হয়ে গিয়েছে তা সুিনশ্চিত করতে হবে। ৫ রাজ্যেই করোনা টিকাকরণ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সিনিয়র সিটিজেন, কোভিড রোগী এবং প্রতিবন্ধীদের জন্য পোস্টার ব্যালটের সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বাড়ছে বুথের সংখ্যা

বাড়ছে বুথের সংখ্যা

করোনা সংক্রমণের কথা মাথায় রেখে যাতে একটি বুঝে ভিড় না হয়। সেকারণে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। উত্তর প্রদেশে ১১ হাজার বুথ বাড়ানো হবে। ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে উত্তর প্রদেশে। এবার উত্তর প্রদেশে মহিলা পরিচালিত বুথের সংখ্যা ৮০০ করা হয়েছে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। স্বচ্ছ এবং অবাধ ভোট সুনিশ্চিত করতে ১ লক্ষ বুথের ওয়েবকাস্টির করা হবে। প্রতি বুথে বুথ কর্মীদের দুটি করোনা টিকা বাধ্যতামূলক করা হয়েছে।

English summary
Know all details of Covid free election in Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X